E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রামগতি পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে

২০২১ ফেব্রুয়ারি ১৪ ১২:২৫:৩৫
রামগতি পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে

লক্ষ্মীপুর প্রতিনিধি : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ৪র্থ ধাপে লক্ষ্মীপুরের রামগতি পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ চলছে।

সকাল ৮টা থেকে ১০টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়েছে। নারী-পুরুষ ভোটাররা লাইনে দাড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। তবে পুরুষ ভোটারদের থেকে নারী ভোটারদের উপস্থিতি বেশী লক্ষ্য করা গেছে। এ নির্বাচনে মেয়র পদে ৬ জন, কাউন্সিলর পদে ৩৭ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নির্বাচনী এলাকায় এক প্লাটুন বিজিবি, ৭০ জন পুলিশ সদস্য ও ৯০ জন আনসারসহ গোয়েন্দা পুলিশ, র‌্যাব ও কোস্ট গার্ডের বিশেষ নিরাপত্তা টিম রয়েছে। এছাড়াও প্রতিটি ভোট কেন্দ্রে ১ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়ের রয়েছে।

জেলা পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান জানান, এ পৌর নির্বাচনে ৯টি ওয়ার্ডের ১০টি কেন্দ্রে এবার ২০ হাজার ৯’শ ৫জন ভোটার তাদের ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটাধিকার প্রয়োগ করবেন। এদিকে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে সব ধরণের পদক্ষেপ নেয়া হয়েছে।

(এস/এসপি/ফেব্রুয়ারি ১৪, ২০২১)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test