E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পেকুয়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, অস্ত্রসহ আটক ১

২০১৪ এপ্রিল ২০ ১৮:৩৩:৪০
পেকুয়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, অস্ত্রসহ আটক ১

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের পেকুয়ার রাজাখালীতে সামান্য কথা কাটাকাটির ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ওয়াজেদ আলী নামের এক ব্যক্তির হাত কেটে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। ঘটনাটি ঘটেছে, গত ১৯এপ্রিল রাত ১০টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের সুন্দরী পাড়া ও বখশিয়াঘোনা গ্রামবাসীদের মধ্যে। প্রত্যক্ষদর্শীরা জানায় , রাজাখালী ইউনিয়নের বখশিয়াঘোনা এলাকার শের আলী বাপের বাড়ির রেজাউল করিম কালুর সাথে সুন্দরী পাড়া এলাকার আনসারুল ইসলাম টিপুর মধ্যে সামান্য বিষয় নিয়ে প্রথমে বাকবিতণ্ডা হয়।

পরে কালু বখশিয়া ঘোনার লোকজন নিয়ে সংঘবদ্ধ হয়ে সুন্দরী পাড়া এলাকায় হামলা চালায়। এতে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় প্রতিপক্ষের লোকজন সুন্দরী পাড়ার মাছ ব্যবসায়ী ওয়াজেদ আলীর (৩৬) বাম হাত কিরিচ দিয়ে কেটে দেহ থেকে বিচ্ছিন্ন করে দেয় এবং মাথা ফাটিয়ে দেয়। পরে গুরুতর আহত অবস্থায় ওয়াজেদকে পেকুয়া সদর হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে প্রেরণ করেন। ঘটনার দিন হাসপাতালে গিয়ে দেখা যায়, ওয়াজেদ আলীর বিচ্ছিন্ন বাম হাতের দুই আঙ্গুলে দুটি আংটি রয়ে গেছে। এ ঘটনায় আরো ৫ ব্যক্তি আহত হয়েছে। আহতদের মধ্যে সুন্দরী পাড়ার মোস্তাক মাঝি (৪১), আনছারুল ইসলাম টিপু (৩৪), বখশিয়া ঘোনার জাকের উল্লাহ (৩৬) ও সৈয়দ হোসেনের (৪১) নাম জানা গেছে। আহতদের সকলকে পেকুয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ওয়াজেদ আলীর ভাই শাহাদাত জানান, বখশিয়া ঘোনার সন্ত্রাসী রেজাউল করিম কালু ও মধুর নেতৃত্বে অর্ধশতাধিক লোক অস্ত্রসস্ত্র নিয়ে তাদের এলাকায় হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে লোকজনকে আহত করে। স্থানীয় মাছ ব্যবসায়ী আবু তৈয়ব জানান, দু‘ক্ষের মধ্যে সংঘর্ষের সময় কমপক্ষে ৩০ রাউন্ড গুলি বিনিময় হয়েছে। এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য আবদুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি ঘটনাস্থলে ছিলাম না, তবে তুচ্ছ ঘটনা নিয়ে দুই পাড়ার লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে বলে জানান তিনি। এদিকে ঘটনার দিন রাত ১১টার দিকে পেকুয়া থানা পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একটি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র ও গুলিসহ রাজাখালী ইউনিয়নের বখশিয়াঘোনা এলাকার রেজাউল করিমকে আটক করেছে। তাকে রোববার সকালে পেকুয়া থানা পুলিশ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে। এ ব্যাপারে পেকুয়া থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুষ্ট তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এদিকে এ ঘটনায় দু পক্ষেই পেকুয়া থানা অভিযোগ দায়েরের প্রস্তুতি চালাচ্ছে বলে জানা গেছে।
(এমকেইউ/এএস/এপ্রিল ২০, ২০১৪)



পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test