E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজবাড়ী ও গোয়ালন্দ পৌরসভায় শান্তিপূর্ণ ভোট গ্রহণ

২০২১ ফেব্রুয়ারি ১৪ ১৫:৩৯:১০
রাজবাড়ী ও গোয়ালন্দ পৌরসভায় শান্তিপূর্ণ ভোট গ্রহণ

আবুল কালাম আজাদ, রাজবাড়ী : উৎসবমুখর আর কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে শুরু হয়েছে রাজবাড়ী ও গোয়ালন্দ পৌরসভায় ভোটগ্রহণ।

১৪ ফেব্রুয়ারি রবিবার সকাল ৮টা থেকে রাজবাড়ী ও গোয়ালন্দ পৌরসভায় শীত উপেক্ষা করে ভোটারগন কেন্দ্রে উপস্তিত হচ্ছে।

রাজবাড়ী পৌরসভার ৯ টি ওয়ার্ডের ১৮ টি কেন্দ্রে ইলেকট্রনিক্স ভোটিং মেশিন (ইভিএম)-এর মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়।

অপরদিকে গোয়ালন্দ পৌরসভার ৯ কেন্দ্রের ৪৯ টি ভোটকক্ষে ভোটগ্রহণ শুরু হয়। এতে ব্যালটের মাধ্যমে মোট ১৬ হাজার ৫শ ৪৮ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করবেন। এর মধ্যে ৮ হাজার ২শ ৯৪ জন মহিলা ও ৮ হাজার ২শ ৫৪ জন পুরুষ ভোটার।

রাজবাড়ী পৌরসভায় সুষ্ঠভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে ২৬১ জন পুলিশ সদস্য, ১৫৬ জন আনসার সদস্যের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) সদস্যরা দায়িত্ব পালন করছেন। এছাড়া রাজবাড়ী পৌরসভায় প্রতিটি কেন্দ্রে ১জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১ জন করে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

ভোট দিতে আসা ভোটাররা বলেন, এখন পর্যন্ত ভোট দিতে কোন সমস্যা হয়নি। ভোটকেন্দ্রে আসার ক্ষেত্রে রাস্তায় কোন বাধা-বিপত্তির সম্মুখীন হতে হয়নি।

রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, রাজবাড়ী পৌরসভাতে অবাধ, সুষ্ঠ নির্বাচনের ভোটগ্রহণের জন্য পরিবেশ তৈরি করা হয়েছে। সাধারণ মানুষ তাদের পছন্দমতো ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচনে কেউ বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে পুলিশ শক্ত হাতে সেটা প্রতিহত করবে।

রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সারোয়ার আহম্মেদ সালেহীন বলেন, রাজবাড়ীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

রাজবাড়ী পৌরসভায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ সম্পন্ন হবে।

(একে/এসপি/ফেব্রুয়ারি ১৪, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test