E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কেনা জমি উদ্ধার করতে না পেরে অন্যের জমিতে প্রাচীর নির্মাণে বাধা

২০২১ ফেব্রুয়ারি ১৪ ১৭:৪০:২১
কেনা জমি উদ্ধার করতে না পেরে অন্যের জমিতে প্রাচীর নির্মাণে বাধা

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : নিজের কেনা জায়গা দখলমুক্ত করতে না পেরে অন্যের জমিতে প্রাচীর নির্মাণে বারবার বাধা দেওয়ার অভিযোগ উঠেছে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পশ্চিম নারায়ণপুর গ্রামের আদর আলীর ছেলে আবুল হোসেনের বিরুদ্ধে।

পশ্চিম নারায়ণপুর গ্রামের আরশাদ আলীর ছেলে রবিউল আলম জানান, ১৯৮২ সালে নারায়ণপুর মৌজায় ১০৪১ দাগে কেনা তার বাবার ১৪ শতক জমি ভোগদখল করেন তিনি। একই দাগে আবুল হোসেন ২০০৮ সালে ১৪ শতক জমি কিনে নকশা অনুযায়ি চিহ্নিত জমি দখল করতে না পেরে তার জমি দখলের পায়তারা করে আসছিলেন। এক বছর আগে তিনি তার জমিতে প্রাচীর নির্মাণ করতে গেলে আবুল হোসেন বাধা দিলে পাঁচ হাজার টাকার নির্মাণ সামগ্রী নষ্ট হয়। বিষয়টি থানায় অভিযোগ করলে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হুসেন নষ্ট হওয়া নির্মাণ সামগ্রী বাবদ রবিউলকে প৭াচ হাজার টাকা ও আদালতে উচ্ছেদের মামলা করে দলিলে উল্লেখিত জমি দখলে নেওয়ার জন্য আবুল হোসেনকে বলে দেন।

রবিউল আলম আরো বলেন, শনিবার তিনি ওই জমিতে আবারো নির্মাণ কাজ করতে থাকলে আবুল হোসেন ও তার লোকজন বাধা দেন। পূর্বে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার কথা স্মরণ করিয়ে দেওয়ায় তারা চলে যায়। দুপুর দু'টোর দিকে উপপরিদর্শক অর্পণা বিশ্বাস ও সহকারি উপপরিদর্শক মোসাদ্দেককে নিয়ে আবুল হোসেনসহ কয়েকজন তাদের বাড়ির মধ্যে ঢোকার চেষ্টা করলে তার বাবা আপত্তি করে। একপর্যায়ে দু’ পুলিশ কর্মকর্তাকে ঢুকতে দেন। ওই দু’ পুলিশ কর্মকর্তা নির্মাণ কাজ বন্ধ রাখতে বললে বিষয়টি লিখিতভাবে নির্দেশ দিতে বলেন তার বাবা । এতে পুলিশ কর্মকর্তারা ক্ষুব্ধ হয়ে চলে যান।

জানতে চাইলে আবুল হোসেন বলেন, একই দাগের জমি হওয়ায় পৃথক কোন নকশা নেই রবিউল আলমের। রবিউল শালিস না মেনে গায়ের জোরে জমিতে প্রাচীর দিচ্ছে।

কালিগঞ্জ থানার উপপরিদর্শক অর্পণা বিশ্বাস বলেন, ওসি সাহেবের নির্দেশে বিরোধপূর্ণ জমির কাজ বন্ধ করতে গেলে লিখিত নির্দেশ চান মুক্তিযোদ্ধা আরশাদ আলী ও তার ছেলে রবিউল আলম।

(আরকে/এসপি/ফেব্রুয়ারি ১৪, ২০২১)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test