E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কারচুপির অভিযোগে বানারীপাড়ায় দুই মেয়র প্রার্থীর ভোট বর্জন

২০২১ ফেব্রুয়ারি ১৪ ১৭:৫৪:৫৫
কারচুপির অভিযোগে বানারীপাড়ায় দুই মেয়র প্রার্থীর ভোট বর্জন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : জেলার বানারীপাড়া পৌরসভা নির্বাচনে ভোটকেন্দ্রে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে ভোট বর্জন করেছেন বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী রিয়াজ উদ্দিন আহম্মেদ এবং নারিকেল গাছ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মিন্টু।

রবিবার দুপুরে পৃথকভাবে সংবাদ সম্মেলন করে তারা ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। বিএনপির প্রার্থী রিয়াজ উদ্দিন আহম্মেদ অভিযোগ করেন, সকাল ৭ টা ৪৮ মিনিটে আমার এজেন্টদের বিভিন্ন কেন্দ্র থেকে বের করে দিয়েছে নৌকার প্রার্থীর সমর্থকরা। তাছাড়া বিভিন্নস্থানে মারধরের ঘটনাও ঘটেছে। এছাড়াও ভোটারদের ব্যালট ছিনিয়ে নিয়ে সরকারি দলের লোকজন সিল মেরে বাক্স ভরে দিচ্ছে। ভোটে চরম অনিয়ম হওয়ায় আমি ভোট বর্জন করেছি। বিষয়টি নির্বাচন কর্মকর্তাকে জানানো সত্বেও কোন প্রতিকার মেলেনি।

স্বতন্ত্র ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জিয়াউল হক মিন্টু বলেন, ভোটে সুক্ষ কারচুপি হচ্ছে। আমার এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। প্রশাসনও নিরব ভূমিকা পালন করছে। ভোট কারচুপির কারণে ভোট বর্জনের ঘোষণা দিয়েছি।
অপরদিকে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী এ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল বলেন, সুষ্ঠুভাবেই ভোট হচ্ছে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। তিনি আরও বলেন, ওই দুই মেয়র প্রার্থী তাদের শতভাগ পরাজয় জেনে নাটকীয়ভাবে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

এদিকে মুলাদী পৌরসভা নির্বাচনে রবিবার সকাল আটটা থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘলাইন দেখা গেছে। মুলাদী পৌরসভায় ইভিএম’র মাধ্যমে ভোট অনুষ্ঠিত হচ্ছে। ওই পৌরসভার আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী দিদারুল আলম পৌর এলাকায় বিপুলসংখ্যক বহিরাগতের উপস্থিতির অভিযোগ করেছেন। তবে ওই পৌরসভার কোথাও ভোটকেন্দ্রীক কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা রির্টানিং কর্মকর্তা মোঃ নুরুল আলম জানান, এখন পর্যন্ত কোনো প্রার্থীর কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। নির্বাচন সুষ্ঠু হচ্ছে, কোথাও কোনো গোলযোগ হয়নি। তিনি আরও বলেন, দুই পৌরসভায় মেয়র পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ১৪, ২০২১)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test