E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পথশিশুদের খাবার দিয়ে ভালবাসার পথ দেখালো মৌলভীবাজার যুব কল্যাণ সংস্থা 

২০২১ ফেব্রুয়ারি ১৪ ২২:৪৪:৩৮
পথশিশুদের খাবার দিয়ে ভালবাসার পথ দেখালো মৌলভীবাজার যুব কল্যাণ সংস্থা 

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : প্রাণঘাতী করোনাকালে সোমবার ১৪ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালিত হবে ভালবাসা দিবস। এদিন বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশের তরুণ-তরুণীরাও একে অন্যের প্রতি দিনটিকে স্মরণীয় রাখতে কেউবা রজনীগন্ধা আবার কেউ কেউ তাজা ফুটন্ত লাল গোলাপ দিয়ে নিজেদের প্রেম ভালবাসা ভাগাভাগি করে নিবে এটাই দীর্ঘকালের রীতি হয়ে আসছে পাশ্চাত্য সমাজসহ বিশ্বব্যাপী।

তবে মানবিক সমাজে ভালাবাসার মর্মবানীকে সার্বজনীন হিসেবে সর্বত্র ছড়িয়ে দেওয়ার ইচ্ছে নিয়ে কেউ কেউ ভিন্ন আঙ্গিকেও দিনটিকে পালন করে থাকেন। সেরকমই একটি তারুণ্য নির্ভর সংগঠন মৌলভীবাজার জেলা যুব কল্যাণ সংস্থা। বিশ্ব ভালবাসা দিবসটি উপলক্ষে সংগঠনটি এবার মৌলভীবাজার শহরের বিভিন্ন পাড়া-মহল্লা ও বস্তিতে থাকা সুবিধা বঞ্চিত পথ শিশু ও ভিক্ষুকদের মুখে খাবার তুলে দিয়ে ভালবাসার ব্যতিক্রম ও বিড়ল দৃষ্টান্ত দেখিয়েছে।

রবিবার (১৩ ফ্রেব্রুয়ারি) দুপুর ২টার দিকে শহরের কুসুমবাগ এলাকার এসআর প্লাজার সামনে নবগঠিত পৌর যুব কল্যান শাখার উদ্যোগে প্রায় ১৫০ জন হতদরিদ্র পথশিশুদের মাঝে মধ্যাহ্নভোজ ও আনন্দ ভাগাভাগি করার মাধ্যমে ভালোবাসা দিবসের দিনটিকে উৎযাপন করেছে।

পৌর কমিটির সভাপতি ও তরুণ সমাজকর্মী নাজমূল ইসলাম আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুস্তাকিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন, জেলা যুব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি আলিম উদ্দিন হালিম। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো: নূরুল হক।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা কমিটির সহ-সভাপতি, মো: ইকবাল, সহ-সাংগঠনিক সম্পাদক.লিংকন আহমদ, তারেক আহমদ, সাংস্কৃতিক সম্পাদক, সুয়েব আহমদ, সাহিত্য বিষয়ক সম্পাদক, শেখ তোফায়েল আহমদ, মহিলা সম্পাদিকা, শেখ রুমি, সদর উপজেলা কমিটির, সভাপতি শেখ নিজাম আহমদ, কলেজ কমিটির আহবায়ক, জুবায়ের আহমদ, যুগ্ন আহবায়ক শেখ হেলাল আহমদ প্রমুখ।

এসময় বক্তারা বলেন,ভালোবাসা সার্বজনীন, যা ছড়িয়ে দিতে হবে সকল শ্রেণী পেশার মানুষের মাঝে । ভালোবাসা দিয়েই সমাজকে বদলাতে হবে। তাহলে স্বার্থক হবে দেশ ও সমাজের।

(একে/এসপি/ফেব্রুয়ারি ১৪, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test