E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরা পৌরসভায় কাউন্সিলর হলেন যারা 

২০২১ ফেব্রুয়ারি ১৫ ১৬:৪১:৪৭
সাতক্ষীরা পৌরসভায় কাউন্সিলর হলেন যারা 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে জয়ী কাউন্সিলরদের মধ্যে ছয়জনই নতুন মুখ। এ ছাড়া সংরক্ষিত মহিলা আসনে দু’জন নতুন।

কাউন্সিলর পদে পৌর ১নং ওয়ার্ডের স্কু ড্রাইভার প্রতীক নিয়ে কায়ছারুজ্জামান হিমেল ২০০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী রশিদ হাসান চৌধুরী টেবিল ল্যাম্প প্রতীক নিয়ে পেয়েছেন ১৮২০ ভোট, ২নং ওয়ার্ডে ডালিম প্রতীক নিয়ে সৈয়দ মাহমুদ পাপা ৪৭১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আহছানুল কাদির স্বপন পেয়েছেন ১৫৭৯ ভোট। ৩নং ওয়ার্ডে আইনুল ইসলাম নান্টা ব্লাকবোর্ড প্রতীক নিয়ে ২৫৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি পানির বোতল নিয়ে পেয়েছেন ১৫৬৪ ভোট। ৪নং ওয়ার্ডে পাঞ্জাবি প্রতিক নিয়ে কাজী ফিরোজ হাসান ২৮১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শেখ আসাদ আহমেদ উটপাখি প্রতীক নিয়ে পেয়েছেন ১৪০৪ ভোট। ৫নং ওয়ার্ডে পানির বোতল প্রতীক নিয়ে ১৭২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শাহিনুর রহমান পেয়েছেন ১৬৯৪ ভোট। ৬নং ওয়ার্ডে শেখ মারুফ আহমেদ ডালিম প্রতিক নিয়ে ২৬৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শহীদুল ইসলাম টেবিল ল্যাম্প প্রতীক নিয়ে পেয়েছেন ২৬৩৯ ভোট। ৭নং ওয়ার্ডে পানির বোতল প্রতীক নিয়ে শেখ জাহাঙ্গীর হোসেন কালু ৩২৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পাঞ্জাবি প্রতীক নিয়ে জাহানুর রহমান পেয়েছেন ১৮২১ ভোট। ৮ নং ওয়ার্ডের পাঞ্জাবি প্রতীক নিয়ে ৪৫৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি উটপাখি প্রতীক নিয়ে পেয়েছেন ৯৭৫ ভোট। ৯নং ওয়ার্ডে শেখ শফিক উদ দৌলা সাগর উটপাখি প্রতীক নিয়ে ৩৭৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জিল্লুর রহমান পেয়েছেন ৩২২৮ ভোট। এছাড়া সংরক্ষিত মহিলা আসনে ১,২ ও৩ নং ওয়ার্ডে জবা ফুল প্রতীক নিয়ে নুরজাহান বেগম ১১৮৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি চশমা প্রতীক নিয়ে জ্যোস্না আরা পেয়েছেন ৫৮৮৫ ভোট। ৪,৫ ও ৬নং ওয়ার্ডে আনারস প্রতিক নিয়ে অনীমা রানী মন্ডল ৫৪২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফরিদা আক্তার বানু পেয়েছেন ৪১৮৯ ভোট। ৭,৮ ও ৯নং ওয়ার্ডের রাবেয়ার পারভীন ৭০২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ৬৯৫৪ ভোট পেয়েছেন ফারহা দিবা খান সাথী। সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার নাজমুল কবীর ভোট গণনা শেষে নিশ্চিত করেছেন।

(আরকে/এসপি/ফেব্রুয়ারি ১৫, ২০২১)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test