E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চুয়াডাঙ্গা হাউলী ইউপি উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী নির্বাচিত

২০১৪ আগস্ট ২৫ ১১:১৭:৩৫
চুয়াডাঙ্গা হাউলী ইউপি উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী নির্বাচিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন সম্পন্ন হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলে। এ নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মোহাম্মদ আলী শাহ মিন্টু (চশমা) প্রতীক নিয়ে ৮ হাজার ৩০ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবু সাইদ খোকন (তালা) প্রতীক পেয়েছেন ৫ হাজার ২৯৯ ভোট।

রিটার্নিং অফিসার আবু দাউদ জানান, ৯টি কেন্দ্রে রবিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে টানা ভোট গ্রহণ। নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ করতে সবধরণের প্রস্তুতি নেওয়া হয়েছিল। ভোট গ্রহণের সময় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এ নির্বাচনকে ঘিরে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। বিপুল সংখ্যক পুলিশের পাশাপাশি কয়েকটি মোবাইল টিম, র‌্যাব, ১ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করেন বলেও তিনি জানান।

উল্লেখ্য, গত ১৫ মার্চ হাউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান দামুড়হুদা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর পদটি শূন্য হলে রোববার উপ-নির্বাচনে ভোট গ্রহণের দিন ঘোষণা করেন নির্বাচন কমিশন।

(জেএ/অ/আগস্ট ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test