E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কালিয়াকৈরে বিদ্যুৎস্পৃষ্টে ডিস লাইন কর্মীর মৃত্যু

২০২১ ফেব্রুয়ারি ১৬ ১৪:১৩:৪২
কালিয়াকৈরে বিদ্যুৎস্পৃষ্টে ডিস লাইন কর্মীর মৃত্যু

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইন্টারনেট লাইন ম্যানের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ ই ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার নয়াপাড়া গ্রামের মৃত আব্বাস উদ্দিনের ছেলে আলমগীর (১৮)। সে উপজেলার চন্দ্রা এলাকায় সুনাম উদ্দিনের বাসায় ভাড়া থেকে এফ পি ভি ডিস্ট্রিবিউশন নামে নেট কোম্পানির কাজ করতেন।

স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ইসমাইল খান জুট মিলের ঘরের উপরে ইন্টারনেটের লাইন মেরামত করার সময় আলমগীরের শরীর বৈদ্যতিক তারের সাথে জড়িয়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় পরে স্থানীয়রা ফায়ার সার্ভিস অফিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে কালিয়াকৈর থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করে।

এ ঘটনায় কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা কবিরুল আলম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছি।

কালিয়াকৈর থানার এস আই কালাম জানান, আমরা ফায়ার সার্ভিসের সহযোগিতায় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি পরে নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।

(আই/এসপি/ফেব্রুয়ারি ১৬, ২০২১)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test