E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘নদ-নদী দখলকারীরা এ যুগের রাজাকার’

২০২১ ফেব্রুয়ারি ১৬ ১৭:১৬:২০
‘নদ-নদী দখলকারীরা এ যুগের রাজাকার’

স্টাফ রিপোর্টার, গাজীপুর : নদ-নদী দখলকারীদের এ যুগের রাজাকার বলে আখ্যায়িত করেছেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান এ এস এম আলী আকবর। 

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুরের বঙ্গতাজ অডিটোরিয়ামে ৪৮ নদী সমীক্ষা প্রকল্প জাতীয় নদী রক্ষা কমিশন ও গাজীপুর জেলা নদী রক্ষা কমিটির আযয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ঢাকার আশপাশের নদ-নদী যদি পুরোপুরি দখল ও দূষণ হয়ে যায় তাহলে মানবিক বিপর্যয় নেমে আসবে। এজন্য দখলকারীদের এক এক করে সমূলে উৎখাত করা হবে।

গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলামের সভাপতিত্বে ৪৮ নদী সমীক্ষা প্রকল্প, জাতীয় নদী রক্ষা কমিশন ও জেলা নদী রক্ষা কমিটি গাজীপুর জেলা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বক্ষণিক সদস্য কামরুন নাহার আহমেদ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার বরতক উল্লাহ খান।

বক্তব্য রাখেন ৪৮ নদী সমীক্ষা প্রকল্পের প্রকল্প পরিচালক ইকরামুল হক, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মশিউর রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর এমএ বারী, সাধারণ সম্পাদক অধ্যাপক মুকুল কুমার মল্লিক, বাংলাদেশ নদী পরিব্রাজক দলের সভাপতি মুহাম্মদ মনির হোসেন, সাধারণ সম্পাদক প্রকৌশলী হাবিবুর রহমান, জাতীয় নদী রক্ষা কমিশনের ৪৮ নদী সমীক্ষা প্রকল্পের এনভায়রনমেন্ট টিম লিডার মো. মনির হোসেন চৌধুরী প্রমুখ।

(এস/এসপি/ফেব্রুয়ারি ১৬, ২০২১)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test