E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

মৌলভীবাজারের ঐতিহ্যবাহী কওমী মাদ্রাসা জামেয়া দ্বীনিয়ার ৩১তম সম্মেলন সম্পন্ন 

২০২১ ফেব্রুয়ারি ১৭ ১০:৫৭:০৪
মৌলভীবাজারের ঐতিহ্যবাহী কওমী মাদ্রাসা জামেয়া দ্বীনিয়ার ৩১তম সম্মেলন সম্পন্ন 

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারের শীর্ষ কওমী মাদ্রাসা ও এক সময়ে বৃহত্তর সিলেট অঞ্চলে কওমী অঙ্গনে জারণ সৃষ্টি করা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া দ্বীনিয়ার ৩১তম বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে শহরের ইসলামবাগ এলাকায় অবস্থিত মাদ্রাসা মাঠে শুরু হয় বার্ষিক সম্মেলনের আনুষ্ঠানিকতা। চলে মধ্যরাত পর্যন্ত। ওই দিনের সম্মেলনে বৃহত্তর সিলেটসহ দেশের প্রখ্যাত আলেমরা একে একে আলোচনায় অংশ নেন।

মাদ্রাসার তরুণ মুহতামি হাফেজ মাও: সৈয়দ সাজদুদ আহমেদ রাফিদ এর সঞ্চালনায় ও শায়খুল হাদিস আল্লামা আব্দুল মালিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন বরুনার পীর মূফতি রশিদুর রহমান ফারুক। বিশেষ বক্তা হিসেবে আলোচনায় অংশ নেন, শায়খুল হাদিস আল্লামা ফরিদ উদ্দিন আল-মোবরক ফেনী, মুফতি মনিরুল ইসলাম আয়ূবী ঝিনাইদহ, মাও: বুরহান উদ্দিন আশরাফী কুমিল্লা, মাও: শাহ নজরুল ইসলাম উপ-পরিচালক ইসলামীক ফাউন্ডেশন হবিগঞ্জ, সিলেটের দক্ষিণকাছ মাদ্রাসার শায়খুল হাদিস মাও: মনসুরুল হাসান রায়পুরী, জামেয়ার সদরে মুহতামিম মাও: শায়খ মাসউদ আহমদ, বানিয়াচং আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাও: আব্দাল খান, মাও: শেখ নুরে আলম হামিদী সদরে মুহতামিম বরুনা মাদ্রাসা, গহরপুর মাদ্রাসার মুহতামিম মাও: মুসলেহ উদ্দিন রাজু, মাও: মাসরুর আহমেদ, মুহতামিম উমেদ নগর মাদ্রাসা, মৌলভীবাজার নুরুল কোরআন মাদ্রাসার মুহতামিম মাও: আহমেদ বিলালসহ স্থানীয় আলেমরা।

বিশিষ্ট আলেমদের পাশাপাশি সম্মেলনে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান,সাবেক ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মাতুক, সিনিয়র সাংবাদিক হুমায়েদ আলী শাহীন, ডা: সাদিক আহমেদ, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ রুমেল আহমদ প্রমুখ।

১৯৯০ সালে প্রতিষ্ঠিত জেলার শীর্ষ এই কওমী মাদ্রাসার বার্ষিক সম্মেলনে আলেমরা তাদের বক্তব্যে মুসলিম বিশ্বের নানা সঙ্কট থেকে উত্তরণ, ইহকালিন কল্যাণ আর পরকালিন মুক্তির বিষয়ে পবিত্র আল-কোরআন ও হাদিসের আলোকে ইসলামের সঠিক নির্দেশনা তুলে ধরেন।

(একে/এসপি/ফেব্রুয়ারি ১৭, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test