E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কালিয়াকৈরে জমির বিবাদে সংঘর্ষ, নিহত ১ 

২০২১ ফেব্রুয়ারি ১৭ ১৭:৫২:৫৪
কালিয়াকৈরে জমির বিবাদে সংঘর্ষ, নিহত ১ 

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের রশিদপুর গ্রামে বুধবার সকালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই গ্রুপের মধ্যে মারামারিতে  একজন নিহত  হয়েছে। নিহত হলেন, ফজল সরকার (৫২)। এতে উভয় দলের কমপক্ষে ৫ জন আহত হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, ওই গ্রামের নিহত ফজল সরকারের পৈতিক ৮৮ শতাংশ জমি তার চাচাতো ভাই সোলাইমান সরকার দীর্ঘদিন ধরে জোড়পূর্বক ভোগ দখল করে আসছে। এ নিয়ে গত কয়েকমাস ধরে থানা পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের দ্বারস্থ হয়েও কোন সমাধান না হওয়ায় গ্রামের কিছু মাতাবরগণ বিষয়টা মীমাংশা করে দেওয়ার তারিখ দেন। মাতাবরদের দেওয়া তারিখে বুধবার সকালে এ বিষয়টি নিয়ে মীমাংসায় বসলেও দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরে সোলাইমান সরকার উত্তেজিত হয়ে ফজল সরকারকে লাঠি দিয়ে এলোপাথারি মারধর করেন। এসময় উভয় গ্রুমের মধ্যে সংঘষং বাধে। পরে গ্রামবাসী এগিয়ে এসে দুই পক্ষকে শান্ত করেন। পরে গুরতর আহত ফজল সরকারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ফজল সরকারের মৃত্যু হয়।

নিহতের ভাই বাদশা সরকার জানান, জমি বুঝিয়ে দেওয়ার কথা বলে প্রতিপক্ষ সোলাইমান আমাদের ডাকেন। পরে আমাদের উপর হামলা করে বড় ভাই ফজল সরকারকে পিটিয়ে হত্যা করেন।

কালিয়াকৈর থানার ওসি তদন্ত রাজিব চক্রবর্তী জানান, নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আমরা দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব।

(আই/এসপি/ফেব্রুয়ারি ১৭, ২০২১)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test