E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

 

রংপুরের ঘাঘটে নির্মাণ হচ্ছে ৬০০ মিটার প্রতিরক্ষা বাঁধ 

২০২১ ফেব্রুয়ারি ১৭ ১৮:০৩:৫৩
রংপুরের ঘাঘটে নির্মাণ হচ্ছে ৬০০ মিটার প্রতিরক্ষা বাঁধ 

মানিক সরকার মানিক, রংপুর : রংপুর সদর উপজেলার ঘাঘট নদীর ডানতীরের ৬’শ মিটার প্রতিরক্ষা বাঁধ নির্মাণ হচ্ছে। এটি নির্মাণের ফলে সদরের খলেয়া এলাকার ঘাঘট নদীর ভাঙ্গনরোধসহ হাজার হাজার বিঘার জমি নদী গর্ভে বিলীণ হওয়া থেকে রক্ষা পাবে। 

বুধবার বিকেলে খলেয়া ইউনিয়নের বিড়াবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চলীয় প্রধান প্রকৌশলী জ্যেতি প্রসাদ ঘোষ।

এ উপলক্ষে আয়োজিত সদর উপজেলা চেয়ারম্যান নাসিমা জামান ববির সভাপতিত্বে অয়োজিত অনুষ্ঠানে প্রধান প্রকৌশলী জানান, বর্তমান সরকার নদী রক্ষায় বিভিন্ন বাস্তব পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে কৃষি নির্ভর উত্তরাঞ্চলের জনজীবন রক্ষার্থে নদী খনন, বাঁধ নির্মাণ, বালু উত্তোলনবন্ধসহ দীর্ঘ মেয়াদী টেকসই প্রকল্প গুরত্পূর্ণ ভূমিকা রাখছে। জানা গেছে, এই বাঁধ নির্মাণের ফলে খলেয়া ও তার আশপাশের এলাকার বহু শিক্ষা প্রতিষ্ঠান, ফসলি জমি, বসত বাড়ি রক্ষা পাবে।

আর এতে যাতে কোন রকমের অনিয়ম না হয় সেজন্য স্থানীয়দের সজাগ থাকতে হবে। কাজের কোয়ালিটিতে বিন্দুমাত্র কমবেশি হলে ঠিকাদারকে ছাড় দেয়া হবে না। প্রায় সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে এই ৬’শ মিটারের মধ্যে দক্ষিণ বিড়াবাড়িতে ১৯০ মিটার, উত্তর বিড়াবাড়িতে ১৩০ মিটার এবং বিড়াবাড়ি ব্রিজ সংলগ্ন ২৮০ মিটার এই প্রতিরক্ষা বাঁধ করা হবে। এ প্রকল্পের পুরোটাই পানি উন্নয়ন বোর্ড বাস্তবায়ন করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর পওর সার্কেল বাপাউবো’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুস শহীদ, নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদা রহমান মিলন, স্থানীয় ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম লাভলু প্রমূখ। প্রসঙ্গত উল্লেখ্য, ২৩৬ কিলোমিটার দৈর্ঘ্য প্রবাহিত এই ঘাঘট নদী দেশের উত্তরাংশে রংপুর ও রাজশাহী বিভাগের মধ্য দিয়ে প্রবাহিত। এর পানি প্রবাহ মাত্র ৫০ থেকে ২৫০০ কিউসেক।

রংপুরের সদর ও মিঠাপুকুর এ দুই উপজেলার দুই সীমানার উপর দিয়ে প্রবাহিত এই নদী আয়তনের দিক থেকে তেমন প্রশস্ত বা গভীরতা না থাকলেও ভাঙ্গন বাড়ছে প্রতিনিয়তই। স্রোতের গতিতে এ নদীর খরস্রোত্ না থাকলেও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ না হওয়া এবং পরিকল্পিত খনন না হওয়ায় প্রতি বছর হাজার হাকার বিঘা জমি নদী গিলে খাচ্ছে । এতে সর্বশান্ত হচ্ছে লাখো মানুষ।

(এম/এসপি/ফেব্রুয়ারি ১৭, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test