E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঠাকুরগাঁওয়ে আলুর বস্তায় ফেন্সিডিল, যুবক আটক 

২০২১ ফেব্রুয়ারি ১৮ ১৫:৪৬:১৫
ঠাকুরগাঁওয়ে আলুর বস্তায় ফেন্সিডিল, যুবক আটক 

আহমেদ ইসমাম, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে বস্তা ভর্তি আলুর সাথে অভিনব কায়দায় মাদক পাচারকালে ভারতীয় আমদানি নিষিদ্ধ ২৪৮ বোতল ফেন্সিডিল সহ মামুন (৩০) নামের একজনকে আটক করেছে পুলিশ।  

বুধবার রাত ১০.৩০ মিনিটে শহরের বাসস্টান এলাকায় ঠাকুরগাঁও সদর থানা পুলিশের একটি দলের বিশেষ অভিযানে তাকে আটক হয়। আটক মামুন বালিয়াডাঙ্গী উপজেলার উত্তর বালিয়াডাঙ্গী এলাকার খসিরুল আলমের ছেলে বলে তথ্য পাওয়া যায়।

পুলিশের সূত্রে জনাযায়, আটককৃত ফেন্সিডিলগুলো হানিফ এন্টারপ্রাইজের একটি গাড়িতে করে পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে ওসি তানভীরের নেতৃত্বে আগে থেকেই অবস্থান নেয় পুলিশ। এরপর উক্ত গাড়িটি ঘটনাস্থলে পৌঁছালে সেটির গতিরোধ করে তারা। মুহূর্তের মধ্যে তল্লাশি চালালে গাড়ির পিছনের লকার থাকা আলুর বস্তাতে ফেন্সিডিল এর বোতল গুলি পাওয়া যায়। পরে সুপারভাইজারের সহযোগীতায় সেই বস্তার মালিককে সনাক্ত করা হয়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম জনান, আটককৃত আসামি প্রাথমিকভাবে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এর সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

(আই/এসপি/ফেব্রুয়ারি ১৮, ২০২১)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test