E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

লক্ষ্মীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনের উদ্বোধন

২০২১ ফেব্রুয়ারি ১৮ ১৮:৪৫:২২
লক্ষ্মীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনের উদ্বোধন

লক্ষ্মীপুর প্রতিনিধি : মুজিববর্ষ উদযাপন উপলক্ষে দেশব্যাপী ১০ লাখ মানুষের অংশগ্রহণে ডিজিটাল পদ্ধতিতে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১’ অনুষ্ঠিত হচ্ছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে লক্ষ্মীপুর জেলার ম্যারাথনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।

লক্ষ্মীপুর জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে, বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির আয়োজনে ও সদর দপ্তর ৩৩ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় সদর উপজেলা প্রশাসন এই অনুষ্ঠান বাস্তবায়ন করে। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেঃ কর্ণেল মো. জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শাহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুমসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, সারা পৃথিবীতে বঙ্গবন্ধু ম্যারাথনই ২০২১ সালের সবচেয়ে বড় ক্রীড়া অনুষ্ঠান। ক্রীড়া ক্ষেত্রে এই ইভেন্ট মাইলফলক হয়ে থাকবে। এ ম্যারাথনের আয়োজন করায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি, সশস্ত্র বাহিনী বিভাগ, বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানান তারা।

পাঁচ কিলোমিটার দূরত্বের ম্যারাথনটি লক্ষ্মীপুর জেলা স্টেডিয়াম থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা স্টেডিয়ামে শেষ হয়। ম্যারাথন চলাকালে শহরের বিভিন্ন মোড় ও সড়কের পাশে উৎসবমূখর পরিবেশ সৃষ্টি হয়। ম্যারাথনে লক্ষ্মীপুরের নানা শ্রেণি পেশার প্রায় পাঁচ হাজার মানুষ অংশগ্রহণ করেন।

(এস/এসপি/ফেব্রুয়ারি ১৮, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test