E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সোনাগাজীতে চার মুক্তিযোদ্ধার গেজেট বাতিলের সিদ্ধান্ত

২০২১ ফেব্রুয়ারি ১৯ ১৭:০৯:২৫
সোনাগাজীতে চার মুক্তিযোদ্ধার গেজেট বাতিলের সিদ্ধান্ত

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি : জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল-জামুকার সুপারিশ ছাড়া গেজেটকৃত সোনাগাজী উপজেলার ৯৫ জন মুক্তিযোদ্ধার পুনযাচাই-বাছাইয়ে চার জন মুক্তিযোদ্ধার গেজেট বাতিলের জন্য প্রস্তাব করেছে উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি।

তারা হলেন, হাবিবুর রহমান হাবু, আবদুল হক, আবদুল বারিক ও মো. মোস্তফা। জামুকার প্রতিনিধি ও যাচাই-বাছাই কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন সত্যতা নিশ্চিত করে বলেন, কমিটির সুপারিশ অনুযায়ী শীঘ্রই জামুকা ওই চার অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল করবেন।

তিনি আরো বলেন, অসত্য ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে গেজেটে অন্তর্ভূক্ত হয়েছিলেন। তাদের মধ্যে আবদুল হক জাতীয় পরিচয় পত্র ও জন্মনিবন্ধন পত্র প্রদর্শন করতে পারেন নি এবং যুদ্ধকালে তার বয়ষ ছিল মাত্র ৭/৮বছর। আবদুল বারিক ও মো. মোস্তফার গেজেটে দেয়া তথ্যের স্বপক্ষে কোন মুক্তিযোদ্ধা সাক্ষ্য দেয়নি । এবং হাবিবুর রহমান হাবুর গেজেটের তথ্যের সাথে জাতীয় পরিচয় পত্রের তথ্যের গরমিল থাকায় তাদের গেজেট বাতিলের জন্য কমিটি সুপারিশ করেছেন।

যাচাই-বাছাই কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাহী অফিসার অজিত দবে জানান, গত বৃহষ্পতিবার যাচাই-যাছাই শেষে উপজেলার ৯৫জন মুক্তিযোদ্ধার মধ্যে ৯১মুক্তিযোদ্ধার গেজেটের পক্ষে ও চার মুক্তিযোদ্ধার গেজেটের বিপক্ষে জামুকা রবাবরে মতামত পাঠিয়েছেন মুক্তিযোদ্ধা পুণঃ যাচাই-বাছাই কমিটি।

(এম/এসপি/ফেব্রুয়ারি ১৯, ২০২১)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test