E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

মৌলভীবাজারের উন্নয়নের জন্য ঢাকায় চাপ আছে : পরিকল্পনামন্ত্রী 

২০২১ ফেব্রুয়ারি ১৯ ১৮:১২:২২
মৌলভীবাজারের উন্নয়নের জন্য ঢাকায় চাপ আছে : পরিকল্পনামন্ত্রী 

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এম.এ মান্নান এমপি বলেছেন, আগুনের কাছে গেলে আগুনের তাপ পাওয়া যায়, মৌলভীবাজারের মানুষের কাছে গেলে আমি সেই তাপ টের পাই। মৌলভীবাজারের উন্নয়নের জন্য ঢাকায় চাপ আছে সুতরাং এখানে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় হবে এতে আমার কোন সন্দেহ নেই। 

তিনি বলেন, মনুনদীর উপর বলিরবাগ-সাবিয়া সেতু অগ্রাধিকার ভিত্তিতে আমরা করব। এই সরকার আপনাদের সরকার, এই সরকার ষড়যন্ত্র করে কোন বাংলাদেশী এলাকাকে আলাদা করবে না, করতে পারেনা। শেখ হাসিনার কাছে বাংলাদেশের প্রতিটি জেলা শহর সমান গুরুত্বপূর্ণ। উন্নয়নের ক্ষেত্রে মৌলভীবাজারের জায়গা অনেক ঊর্ধে। অতীতে এখানে অনেক উন্নয়ন হয়েছে, সব জায়গায় গাড়ি নিয়ে যাওয়া যায়। এখানে অনেক প্রবাসী আছেন, আছে পর্যটন আর চা শিল্প।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে মৌলভীবাজার প্রেস ক্লাব চত্ত্বরে কোদালীছড়া উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তুর স্থাপন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, আমাদের নেত্রী কিন্তু পরিকল্পনার বাহিরে কোন কাজ করেন না। প্রতিটি কাজ তিনি পরিকল্পনার মাধ্যমে করেন। আগামী পাঁচবছর কী কী কাজ হবে সেগুলো তালিকাবদ্ধ আছে। সুতরাং আপনাদের এই যে প্রানের দাবি আমি বুঝতে পেরেছি, কুদালীছড়া হউক কিংবা ব্রিজ, বেড়ি লেইক হউক, এই কাজ গুলো করতে আমাদের সমন্বিত প্রয়াস দরকার।

সরকারের উন্নয়ন কাজ চলমান রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, গত তিন দিন পূর্বে কয়েকহাজার কোটি টাকা ব্যায়ে ঢাকা-সিলেট মহাসড়ক ছয়লেন বিশিষ্ট হাইওয়ে অনুমোদন হয়েছে। এই সড়কটি বিশ্বমানের একটি সড়ক হবে, যা করতে সময় লাগবে। যারা জাপান কিংবা যুক্তরাষ্ট্রে যায় সেখানে যেরকম রাস্তা থাকে আমরা এগুলো সেভাবেই করব, কোন বাঁধা থাকবেনা। পদ্মা সেতুর কাজ প্রায় শেষ, চট্রগ্রামের গভীর সুরঙ্গের কাজও প্রায় শেষ। রূপপুরের পারমানবিক প্রকল্পের কাজ গুছিয়ে নিয়েছি আমরা। আমরা আরো নতুন নতুন কাজের পরিকল্পনা করছি। ঢাকা সিলেট শুধু সিক্সলেন হাইওয়ে নয়,আমরা রেলকেও ডাবল ট্রেক ডুয়েল গেট করব।

নিজ জেলার উন্নয়ন তুলে ধরে তিনি বলেন, আমরা সুনামগঞ্জে রেল নিয়ে যাব। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী পরিকল্পনা অনুমোদন করেছেন। আমরা সুনামগঞ্জের হাওরের ভিতর দিয়ে যেখানে বর্ষাকালে মানুষ চলতে পারেনা, সেখান দিয়ে আমরা ময়মনসিংহ ও নেত্রকোনায় সড়ক নিয়ে যাব। সেখানে পুরো বছর মানুষ ফোরলেন সড়ক দিয়ে চলাফেরা করবে। এগুলো সপ্ন নয় এগুলো বাস্তব, শেখ হাসিনা এগুলো করে দেখাচ্ছেন।

শেখ হাসিনার রাজনীতিতে উন্নয়নের প্রয়োজনে সকলের সমর্থন চেয়ে মন্ত্রী বলেন, শুধু মুখে নয়, মনের মধ্যে থাকলে হবেনা প্রকাশ করতে হবে। কেন প্রকাশ করতে হবে তার কারন কিছু লোক আমাদের মধ্যে অনপ্রবেশ করেছে। কিছুলোক আছে মনে প্রানে বাংলাদেশ চায় না। এরা মনে প্রানে বাংলাদেশকে বিদেশ মনে করে। তারা মনে প্রানে অন্য কোন দেশের নাগরিক। তাঁরা আমাদের ভাষা, পোষাক, খাবার, চলাফেরা ও আদব তমিজ পছন্দ করেনা। তাঁরা ওইসব দেশকে আমাদের দেশের চেয়ে ঊর্ধে স্থান দেয়। এরা বাংলাদেশ প্রতিষ্ঠার সময় লড়াই করেছিলো। এদের জন্য ৩০লক্ষ মানুষকে বুকের তাজা রক্ত দিতে হয়েছিল। শুধু উন্নয়ন হলে চলবেনা, পাশাপাশি দেশের শত্রুদের চিহ্নিত করতে হবে। না হলে স্বাধীনতা আবার হুমকির সম্মুখিন হবে।

মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ এমপি,সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি, প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী বীর মুক্তিযুদ্ধা সৈয়দ মহসীন আলীর সহধর্মিনী ও মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান,পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া,প্রকল্প পরিচালক, গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়) কাজী মিজানুর রহমান। অনুষ্ঠানে পৌরসভার পক্ষ থেকে বক্তব্য রাখেন, কাউন্সিলর আছাদ হোসেন মক্কু ও নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান।

এর আগে সকাল সাড়ে ১১টার দিকে ফিতা টেনে কোদালীছড়া উন্নয়নে ৫টি প্যাকেজে প্রায় ২৫ কোটি টাকার প্রকল্প কাজের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন পরিকল্পনা মন্ত্রী এম.এ মান্নান এমপি। অনুষ্ঠান শেষে মন্ত্রীকে পৌরসভার পক্ষ থেকে ক্রেষ্টসহ উপহার সামগ্রী তুলে দেন পৌরসভার মেয়র ও কাউন্সিলর বৃন্দ।

(একে/এসপি/ফেব্রুয়ারি ১৯, ২০২১)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test