E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাজীপুরে চুরির অপবাদে গৃহিনীকে পিটিয়ে হত্যার অভিযোগ

২০২১ ফেব্রুয়ারি ২০ ১৪:১১:৫৩
গাজীপুরে চুরির অপবাদে গৃহিনীকে পিটিয়ে হত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুর মহানগরীর তারগাছ এলাকায় মোবাইল চুরির অপবাদ দিয়ে গৃহিনীকে পিটিয়ে হত্যার অভিযোগ করেছেন নিহতের স্বামী মো. হোসেন আলী।

নিহত টঙ্গী পূর্ব থানার নোয়াগাও এলাকার নাসির মিয়ার বাড়ির ভাড়াটিয়া মোঃ হোসেন আলীর স্ত্রী এসনাহার(৪০)।
নিহতের স্বামী বলেন, শুক্রবার সকাল ছয়টায় আমার স্ত্রী কাউকে কিছু না বলে বাসা থেকে বেরিয়ে যায়, আশেপাশে অনেক খোজাখুঁজি করেও কোন খোজ পাওয়া যায়নি। দুপুর আনুমানিক দুইটার দিকে খবর আসে আমারস্ত্রী গুরুতর অবস্থায় শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে আছে। আমি হাসপাতালে গিয়ে তাকে মৃত অবস্থায় পাই।
আমার স্ত্রীর শরীরের বিভিন্ন স্থানে গভীর কাটা জখম দেখতে পাই। সন্ধ্যা সাড়ে ছয়টায় এব্যাপারে জিএমপি গাছা থানায় সাত জনকে আসামী করে একটি এজাহারে দায়ের করি।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাতটার দিকে ওই নারী স্থানীয় শহিদুল্লাহ’র ৬তলার বাসার সিড়িতে সন্দেহজনকভাবে ওঠা-নামা করছিল। তাকে ধরে জিজ্ঞাবাদ করলে বোনের বাসা খোঁজ করছিল বলে জানায়। পরে তার কথা সন্দেহজনক মনে হলে মোবাইল চুরি করছে বলে উপস্থিত ভাড়াটিয়ারা বাড়ির মালিক শহিদুল্লাহকে ফোন করে জানায় ও বাড়ির দেখভাল করার দ্বায়িত্বে থাকা শহিদুল্লাহর ছোট ভাই আব্দুল হালিমকে খবর দেয়। হালিম ও তার ভাতিজা সজল, টুটুল, রবিন, শুভ ও ছোট বোন সখিনা আক্তারসহ তাদের বাসার আরো লোকজন এসে নারীর হাত পা বেঁধে বেধড়ক মারধর করে এবং লোহা গরম করে শরীরে ছেকা দেওয়াসহ নানাভাবে শারীরিক নির্যাতন চালায় বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

এ ব্যাপারে গাছা থানার ইনচার্জ জানায়, আমরা তিনজনকে আটক করেছি। আর কোন কথা না বলে তিনি ফোন লাইন বিছিন্ন করে দেন।

অন্যান্য সূত্রে আরো জানা যায়, বেলা এগারোটা পর্যন্ত মারধর করে বেঁধে ঘরে তালাবদ্ধ করে রাখে নিহত এসনাহারকে। পরবর্তীতে এলাকাবাসী ৯৯৯এ কল করলে গাছা থানা পুলিশ খবর পেয়ে নারীকে উদ্ধার করে লোক মারফত প্রথমে তাইরুননেছা মেমোরিয়াল হাসপাতালে, পরে অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক টঙ্গী জেনারেল মেডিকেলে নেয়ার পথে তিনি মারা যান বলে খবর পাওয়া যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গেছে ও তিনজনকে আটক করেছে বলে জানা গেছে।

ঘটনাস্থল বাড়ির মালিক আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ শহিদুল্লাহর বলে জানা যায়।

(এস/এসপি/ফেব্রুয়ারি ২০, ২০২১)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test