E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নড়াইলে চোরকে রক্ষায় পুলিশের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

২০১৪ আগস্ট ২৫ ১৪:৫৮:২৪
নড়াইলে চোরকে রক্ষায় পুলিশের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

নড়াইল প্রতিনিধি : চুরি, ডাকাতি, চাঁদাবাজি, হত্যাসহ বহু অপকর্মের হোতা নড়াইল শহর সংলগ্ন সীমাখালী গ্রামের বাদশা সরদারকে একটি চুরি মামলার চার্জশীট থেকে বাদ দেয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগী পরিবার। আজ বেলা ১১ টায় নড়াইল প্রেসক্লাবের সামনে মানবন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধন শেষে প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মামলার বাদী ডালিম সরদার দাবি করেন, গত ৪ আগষ্ট দুপুরে তার বাড়িতে দুঃসাহসিক চুরির সংঘটিত হয়। চোরেরা নগদ টাকা, স্বর্নালংকারসহ ৮ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। ঘটনার পর দুই চোরকে পুলিশ আটকের পর ১৬৪ ধারায় জবানবন্দিতে বাদশা সরদারের জড়িত থাকার কথা স্বীকার করে। কিন্তু পুলিশের এক উর্দ্ধতন কর্মকর্তার হস্তক্ষেপে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি। এমনটি চার্জশীট থেকে নাম বাদ দেয়ার চেষ্টার ষড়যন্ত্র করছে।

এছাড়া মামলা তুলে নিতেও বাদশা সরদারে বাহিনীরা নানা ধরনের হুমকি দেয়ায় নিরাপত্তাহীনতায় ভূগছি। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ডালিম সরদারের পরিবারের সদস্য ও প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


(টিএআর/এএস/আগস্ট ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test