E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ৬

২০২১ ফেব্রুয়ারি ২১ ১৩:১৮:৪৩
বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ৬

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় বাস-ট্রাকের সংঘর্ষে চালকসহ ৬ জন নিহত হয়েছেন। বগুড়া-ঢাকা মহাসড়কে শেরপুর কলেজ রোড এলাকায় রবিবার (২১ ফেব্রুয়ারি) ভোর ৫ টায় দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, এস আর পরিবহনের ঢাকা থেকে বগুড়াগামী একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে বগুড়ার দিকে যাওয়ার সময় বিপরীতমুখী পাথর বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সম্মুখ ভাগ দুমড়ে মুচড়ে গেলে দুর্ঘটনাস্থলেই বাস ও ট্রাকের চালকসহ ৬ জন নিহত হয় এবং আহত হয়েছে ১০ জন।

নিহতরা হলেন- ট্রাক চালক খুলনার সাদ্দাম হোসেন (৫০), এস আর পরিবহনের চালক বগুড়ার শেরপুরের গোসাইপাড়ার মৃত মনিদ্রনাথের ছেলে বাবলু সাহা বাঘা (৫৫), যাত্রী- শেরপুরের ধনকুন্ডি গ্রামের রজব আলীর ছেলে ইদ্রিস আলী (৪৮), বগুড়া শহরের নিশিন্দারা শাহ্ পাড়ার ইয়াছিন আলী (৬৫) ও তার স্ত্রী স্বপ্না বেগম (৬০) এবং মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরের মৃত মিঠু শেখের ছেলে আকতার হোসেন (৫৫)।

ফায়ার সার্ভিসের কর্মীরা ও পুলিশ দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনার কারণে বগুড়া-ঢাকা মহাসড়কে এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। উদ্ধার কাজ শেষে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়।

(আর/এসপি/ফেব্রুয়ারি ২১, ২০২১)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test