E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশালে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

২০২১ ফেব্রুয়ারি ২১ ১৬:৫৭:০৫
বরিশালে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে বিনম্র শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ করেছে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।

একুশের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে বরিশালের কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুস্পার্ঘ্য অর্পণের মধ্যদিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

শহীদ মিনারে প্রথম পুস্পার্ঘ্য অর্পণ করেন বরিশালের বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার। পরবর্তীতে পর্যায়ক্রমে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম বিপিএম, পিপিএম (বার), মেট্রোপলিটন পুলিশের কমিশনার শাহাবুদ্দিন খান বিপিএম (বার), জেলা পুলিশ সুপার মারুফ হোসেন পিপিএম, জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডসহ প্রশাসনের কর্তাব্যাক্তিরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে বরিশালের গৌরনদী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলার সর্বস্তরের নেতৃবৃন্দরা।

রাত ১২টা ১ মিনিটে প্রথমে গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরীর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা। পৌরসভার মেয়র হারিছুর রহমানের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীনের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতাকর্মীরা।

মুক্তিযোদ্ধা সংসদ, সরকারী গৌরনদী কলেজ, গৌরনদী মডেল থানার কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পরই গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরা নেতৃত্বে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রেসক্লাবের পেশাজীবি সাংবাদিকরা। একইভাবে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।

অপরদিকে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহবায়ক বরিশালের গৌরনদী উপজেলার কৃতি সন্তান ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব এর সমাধিতে রবিবার সকালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা। পরে কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের উদ্যোগে লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে ‘ভাষা আন্দোলন ও কাজী গোলাম মাহবুব’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠি হয়। সভায় ফাউন্ডেশনের সহ-সভাপতি কাজী খাদিজা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহির, ওয়ার্ড কাউন্সিলর আল আমিন হাওলাদারসহ অন্যান্যরা। শেষে সকল ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

একইদিন গৌরনদীর আমেনা বেগম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে দুঃস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়েছে। শেষে কলেজ হলরুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা চক্রবর্তী নিতাই লাল, কলেজ অধ্যক্ষ কেএম সাইয়েদ মাহামুদ, প্রভাষক মণিষ চন্দ্র বিশ্বাস প্রমুখ।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ২১, ২০২১)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test