E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টঙ্গীতে প্রতিমন্ত্রী জাহিদের নতুন শহীদ মিনার উদ্বোধন

২০২১ ফেব্রুয়ারি ২১ ১৭:২৬:৪০
টঙ্গীতে প্রতিমন্ত্রী জাহিদের নতুন শহীদ মিনার উদ্বোধন

জসিম উদ্দিন জুয়েল, টঙ্গী (গাজীপুর) : রবিবার ১২টা ১ মিনিটে টংগীর কেন্দ্রীয় শহীদ মিনার শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ৫২’র ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়। 

আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন, টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা প্রশাসন, টঙ্গী প্রেসক্লাব, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের হাজার হাজার মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে বিনম্র চিত্তে স্মরণ করলেন ভাষা আন্দোলনের সকল শহীদ এবংভাষা সৈনিকদের।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি’র বিশেষ বরাদ্দে টঙ্গীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সিরাজউদ্দিন বিদ্যানিকেতন এন্ড কলেজে নির্মিত হয়েছে আধুনিকমানের একটি শহীদ মিনার। আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস-২০২১ইং উদ্যাপন উপলক্ষে সেখানে পুষ্পস্তবক অর্পন, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গাজীপুর মহানগর আওয়ামী লীগ এবং সিরাজ উদ্দিন বিদ্যানিকেতন এন্ড কলেজ পরিচালনা পরিষদের সভাপতি জনাব এড. মোঃ আজমত উল্লাহ খানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। তিনি অনুষ্ঠানের সভাপতি, প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ ওয়য়াদুদুর রহমান, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ওসমান আলি, কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকারসহ সকলকে নিয়ে প্রথম প্রহরে ৫২’র ভাষা শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে নবনির্মিত শহীদ মিনারটির শুভ উদ্বোধন করেন।

এসময় অনুষ্ঠানের সভাপতি ও প্রধান অতিথি আলোচনায়, বাঙ্গালী জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদ, ৫২’র ভাষা আন্দোলনের সকল শহীদ এবং মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতিবিনম্র শ্রদ্ধা এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

প্রতিমন্ত্রী বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদায় উন্নিত করার জন্য আলোচকগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বের প্রশংসা করেন এবং সকলকে মুক্তিযুদ্ধের চেতনা ধারন করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার এই উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখার আহবান জানান।

অনুষ্ঠান শেষে মাওলানা আব্দুল হক কাসেম শহীদ আহসান উল্ল্যাহ মাষ্টার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারসহ সকল শহীদ, দেশবাসী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করে অনুষ্ঠান শেষ করেন।

(জে/এসপি/ফেব্রুয়ারি ২১, ২০২১)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test