E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়া এসএম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক পদে ফরম বিক্রিতে বাধা

২০১৪ আগস্ট ২৫ ১৬:৩০:১৩
আগৈলঝাড়া এসএম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক পদে ফরম বিক্রিতে বাধা

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : সরকার দলীয় নেতা-কর্মীদের বাধার মুখে বরিশালের আগৈলঝাড়া সদরে শ্রীমতি মাতৃমঙ্গল (এসএম) বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক পদে ইচ্ছা থাকা সত্বেও অনেক প্রার্থী ফরম ক্রয় করতে পারেনি বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার ছিল ফরম বিক্রির শেষ দিন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২১ থেকে ২৪ আগষ্ট স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকদের পাঁচটি পদে ফরম বিক্রি ও আগামি ১১ সেপ্টেম্বর নির্বাচনের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও আগৈলঝাড়া উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুশান্ত বালা। ফরম ক্রয় বঞ্চিত আগৈলঝাড়া উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সহসভাপতি আনোয়ার হোসেন মোল্লাসহ একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, ‘তফসিল অনুযায়ী আমরা নির্বাচন কমিশনার ও আগৈলঝাড়া উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুশান্ত বালার নিকট অভিভাবক ফরম ক্রয় করতে যাই। এসময় সুশান্ত বালা ফরম বিক্রি নিয়ে নানা তালবাহানা শুরু করেন। শেষ দিন সোমবার স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নিকট ফরম ক্রয় করতে যাই। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক্ষ নির্মলন্দু বাড়ৈ’র কক্ষে ৮ থেকে ১০ জন সরকার দলীয় নেতা-কর্মী আমাদের ফরম না ক্রয়ের জন্য হুমকি দেয়। হুমকির মুখে আমরা স্কুল ক্যাম্পাস ত্যাগ করতে বাধ্য হই। পরবর্তীতে পাঁচটি অভিভাবক পদের বিপরিতে সরকার দলীয় পাঁচ সমর্থকদের ফরম জমা দেয়া হয়’।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক্ষ নির্মলন্দু বাড়ৈ মুঠো ফোনে বলেন, ‘নির্বাচন কমিশনারের নিদের্শে অভিভাবক পদে আমি পাঁচটি ফরম বিক্রি করেছি’। অভিযোগ অস্বীকার করে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইউসুফ হোসেন মোল্লা বলেন, ‘ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক্ষ কার কাছে ফরম বিক্রি করছেন, না করছেন সেটা তার ব্যাপার’। এ ব্যাপারে নির্বাচন কমিশনার ও আগৈলঝাড়া উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুশান্ত বালার মুঠো ফোনে একাধিকবার ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়।


(টিবি/এএস/আগস্ট ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test