E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরনদীর অপহৃত স্কুলছাত্রী ২৯দিন পর আশুগঞ্জ  থেকে উদ্ধার

২০১৪ আগস্ট ২৫ ১৬:৪০:৪৭
গৌরনদীর অপহৃত স্কুলছাত্রী ২৯দিন পর আশুগঞ্জ  থেকে উদ্ধার

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : অপহরণের ২৯ দিন পর বরিশলের গৌরনদী উপজেলার সমরসিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী কবিতা রানী মিত্রকে (১১) ব্রাাহ্মনবাড়িয়ার আশুগঞ্জ থানার সীমান্তবর্তী এলাকা থেকে রবিবার রাতে উদ্ধার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টেরপেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়। সোমবার সকালে অপহৃতাকে ১৬৪ ধারায় জবানবন্ধি দেয়ার জন্য বরিশাল আদালতে ও ডাক্তারী পরিক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম জানান, উপজেলার আহম্মদকাঠী গ্রামের দিনমজুর পরিমল মিত্রের মেয়ে পঞ্চম শ্রেনীর ছাত্রী কবিতা রানী মিত্র প্রাইভেট পড়ার জন্য গত ২৬ জুলাই সকালে বাড়ি থেকে সমরসিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে সকাল সাড়ে ৭টার দিকে সমরসিংহ গ্রামের নির্মল মাষ্টারের বাড়ির সন্নিকটে পৌঁছলে অহিদুল মৃধার নেতৃত্বে ৭/৮ জনে কবিতার পথরোধ করে জোরপূবর্ক মোটরসাইকেলে তুলে অপহরণ করে নিয়ে যায়।

এ ঘটনায় ওইদিন রাতেই অপহৃতার বাবা পরিমল মিত্র বাদি হয়ে ৭ জনকে আসামি করে গৌরনদী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী থানার উপ-পরিদর্শক খোকন চন্দ্র আশুগঞ্জ থানা পুলিশের সহয়তায় রোববার রাতে হাজী জহুরুল হক মুন্সী মার্কেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি বাসা থেকে অপহৃতাকে উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টেরপেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।


(টিবি/এএস/আগস্ট ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test