E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দরিদ্র শিক্ষার্থীদের মাঝে উপমন্ত্রীর সুন্দরবন শিক্ষা উপকরণ বিতরণ

২০২১ ফেব্রুয়ারি ২২ ১৯:৩২:৫২
দরিদ্র শিক্ষার্থীদের মাঝে উপমন্ত্রীর সুন্দরবন শিক্ষা উপকরণ বিতরণ

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোংলায় সুন্দরবন উপকূলের অবহেলিত দরিদ্র শিক্ষার্থীদের মাঝে ‘সুন্দরবন শিক্ষা উপকরণ’ বিতরণ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রনালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার। সোমবার দুপুরে উপজেলার চিলা ইউনিয়নের জয়মনিরঘোল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কো-অপারেশন এন্ড ডেভেলপমেন্ট’র আর্থায়ানে বন বিভাগের উদ্যোগে উপমন্ত্রী শিক্ষার্থীদের হাতে এ শিক্ষা উপকরণ তুলে দেন। 

অনুষ্ঠানে ১শ ৮২ জন শিশুর প্রত্যেককে স্কুল ব্যাগ, লুডু (ছক্কা মেরে ঘুরে আসি সুন্দরবন), সুন্দরবন সহায়ক শিশুতোষ বই, অঙ্কন খাতা, রঙ পেন্সিল, শুকনো খাবার, মাস্ক ও স্যানিটাইজার দেয়া হয়েছে। অনুষ্ঠানে বন বিভাগের খুলনাঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মো. মঈনুদ্দিন খান, বাগেরহাটের পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সুন্দরবন ম্যানেজমেন্ট প্রজেক্ট’র আওতায় এনভায়রণমেন্টাল এডুকেশন এন্ড এ্যাওয়ারনেস ফর চিলড্রেন এন্ড ইয়ুথ এ্যারাউন্ড দি সুন্দরবন রিজার্ভড ফরেস্ট ইন টাইমস অফ কোভিড-১৯ প্রকল্পের মাধ্যমে চিলা ও সুন্দরবন ইউনিয়নের দেড় হাজার শিক্ষার্থীর মাঝে সুন্দরবন সহায়ক শিক্ষা উপকরণ বিতরণ করে। এই শিক্ষা উপকরণ বিতরণের মুল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মনে সুন্দরবনের প্রতি মমত্ববোধ জাগ্রত এবং ভবিষ্যৎ সুন্দরবন সংরক্ষণে তাদের অগ্রণী ভূমিকা পালনে দায়িত্বশীল করে গড়ে তোলা।

(এসএকে/এসপি/ফেব্রুয়ারি ২২, ২০২১)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test