E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কমলগঞ্জে বেইলি ব্রিজের পাটাতন খুলে যানচলাচল বন্ধ 

২০২১ ফেব্রুয়ারি ২৩ ১৪:৫২:৪৭
কমলগঞ্জে বেইলি ব্রিজের পাটাতন খুলে যানচলাচল বন্ধ 

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারের কমলগঞ্জে বেইলি ব্রিজের তিনটি পাটাতন খুলে যাওয়ায় কমলগঞ্জ উপজেলার শমসেরনগর সড়ক দিয়ে শ্রীমঙ্গলের সাথে সড়ক পথে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গছে।  

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালের দিকে কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয় সংলগ্ন খিন্নীছড়ার ওপরে স্টিলের তৈরি বেইলি ব্রিজের তিনটি পাটাতন খুলে এ ঘটনা ঘটে। এতে করে ওই সড়ক দিয়ে চলাচলকারী যাত্রীরা পড়েছেন দুর্ভোগে।

জানা যায়, ভোরে কোনো এক সময়ে ভারী যানবাহন পারাপারের সময় বেইলি ব্রিজের তিনটি পাটাতন খুলে যায়। এক বছর আগেও এই বেইলি ব্রিজের দুটি পাটাতন খুলে যায়। পরবর্তীতে সেটি সংস্কার করে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।

এলাকাবাসীর দাবি, এখানে স্থায়ীভাবে সিসি ঢালাই ব্রিজ নির্মাণ করতে হবে।

সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী মো. আরিফুর রহমান বলেন, ‘দ্রুত মেরামতকারী একটি দল ঘটনাস্থলে যায়। বেইলি ব্রিজের খুলে যাওয়া পাটাতন নতুন করে স্থাপন করে যানবাহন চলাচল স্বাভাবিক করা হচ্ছে।’

কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশেকুল হক বলেন, চাতলাপুর পর্যন্ত ট্রাকসহ সবধরনের ভারি যানবাহন এই ব্রিজটি দিয়েই চলাচল করছে, যার কারনে এপর্যন্ত চারবার পাটাতন খুলে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রিজটি।

তিনি বলেন, বর্তমানে সড়ক ও জনপথ বিভাগের কর্মীরা ক্ষতিগ্রস্ত ব্রিজটি মেরামতে দ্রুত কাজ করছেন, আশা করছি দ্রুত মেরামত শেষে যানচলাচলের জন্য ব্রিজটি চালু হয়ে যাবে।

তিনি আরো বলেন, এব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের বলে দিয়েছি যত দ্রুত সম্ভব সেতুটি মেরামত করে যান চলাচল চালু করতে।

(একে/এসপি/ফেব্রুয়ারি ২৩, ২০২১)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test