E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

সালথায় বাবার বা‌ড়ি‌ থে‌কে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার

২০২১ ফেব্রুয়ারি ২৩ ১৭:৪৯:৩২
সালথায় বাবার বা‌ড়ি‌ থে‌কে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলায় বাবার বা‌ড়ি থে‌কে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার ক‌রে‌ছে সালথা থানা পু‌লিশ। নিহত মিতু আক্তার (২২) উপ‌জেলার সোনাপুর ইউ‌নিয়‌নের বড়বাংরাইল গ্রা‌মের মেম্বা‌র বকুল মোল‌্যার মে‌য়ে এবং মা‌নিকগ‌ঞ্জের সাটু‌রিয়া গ্রামের কু‌য়েত প্রবাসী মারুফ মিয়ার স্ত্রী। এ বিষ‌য়ে সালথা থানায় এক‌টি ইউ‌ডি মামলা হ‌য়ে‌ছে।

পু‌লিশ ও প‌রিবার সু‌ত্রে জানা যায়, প্রায় ৫ বছর আ‌গে মা‌নিকগ‌ঞ্জের সাটু‌রিয়া এলাকার কুয়েত প্রবাসী মারুফ মিয়ার সা‌থে ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলার সোনাপুর ইউ‌নিয়‌নের বড়বাংরাইল এলাকার বকুল মোল‌্যার একমাত্র মে‌য়ের সা‌থে বিবাহ হয়। স্ত্রী‌কে রে‌খে বি‌য়ের কিছু‌ দিন প‌রে মারুফ বি‌দেশ চ‌লে যায়। মিতু বাবার বা‌ড়ি‌তে থে‌কে নবকাম প‌ল্লি বিশ্ব‌বিদ‌্যালয় ক‌লে‌জে লেখাপড়া কর‌তো। গতকাল সোমবার প্রতি‌দি‌নের মত রা‌তে ঘুমা‌তে যায়। সকাল বেলা প‌রিবা‌রের সদস‌্যরা ঝুলন্ত অবস্থায় মিতুর নিথর দেহ দেখ‌তে পায়। মিতু‌র নিথর দেহ নামা‌নো হ‌লে প‌রিবা‌রের সদস‌্য বুঝ‌তে পা‌রে মিতু মারা গে‌ছে। প‌রে পু‌লিশ‌কে খবর দি‌লে পু‌লিশ গি‌য়ে লাশ উদ্ধার ক‌রে সালথা থানায় নি‌য়ে আ‌সে। প্রাথ‌মিকভা‌বে মিতুর আত্মহত‌্যার কারন জানা যায়‌নি।

সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার ব‌লেন, খবর পে‌য়ে আমার সঙ্গীয় ফোর্সসহ আ‌মি নি‌জে ঘটনাস্থ‌লে গিয়ে লাশ উদ্ধার ক‌রে থানায় নি‌য়ে আ‌সি। ময়না তদ‌ন্দের জন‌্য লাশ ফ‌রিদপুর ম‌র্গে পাঠানো হ‌য়ে‌ছে। এই বিষ‌য়ে আইনগত ব‌্যাবস্থা নেয়াহবে।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ২৩, ২০২১)

পাঠকের মতামত:

০৩ মার্চ ২০২১

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test