E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গলাচিপায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশকীয় স্বাস্থ্যসেবা ইএইচডি প্রকল্পের উদ্ধোধন

২০২১ ফেব্রুয়ারি ২৩ ১৮:১৮:৪৫
গলাচিপায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশকীয় স্বাস্থ্যসেবা ইএইচডি প্রকল্পের উদ্ধোধন

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপায় মঙ্গলবার কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এর নেতৃত্বে, বৃটিশ সরকারের এফসিডিও’র এর অথার্য়নে, “সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা” নামক প্রকল্পটির উদ্ধোধন করেন স্থানীয় সংসদ সদস্য এস এম শাহজাদা ।

সভায় সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুঃ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. সাহিন শাহ্ এবং উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার।

মেয়র আহসানুল হক তুহিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সুফিয়ান, পরিচালক (পিএইচডি) সাখাওয়াত হোসেন, মিল এ্যাডভাইজার (কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড) ডাঃ নাজমুল হুদা এবং ডিভিশনাল প্রোগ্রাম কো- অর্ডিনেটর মোমেন খান,গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় ।

এ ছাড়া আরো উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলার উচ্চপদস্থ সরকারী ও বেসরকারী কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিবৃন্দ ও আয়োজক সংস্থা পিএইচডি এবং কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এর প্রতিনিধিরা।

(এসডি/এসপি/ফেব্রুয়ারি ২৩, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test