E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ধামরাইয়ে শ্রমিকের লাশ উদ্ধার 

২০২১ ফেব্রুয়ারি ২৩ ১৯:০৫:০৭
ধামরাইয়ে শ্রমিকের লাশ উদ্ধার 

ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে আরিচা মহাসড়কের পাশে কয়লার ডাম্পিং জোন কারখানা শ্রমিকের   খুন হওয়া লাশ উদ্ধার করা হয়েছে। সে ধামরাই উপজেলার বালিথা “কেবিসি রাইস ব্যান অয়েল কারখানার” একজন  শ্রমিক ও বাথুলী গ্রামের বাসিন্দা মোঃ কানা বাবুল হোসেনের ছেলে আবুল কালাম আজাদ ( ২৮ )। 

মঙ্গলবার সকাল ১১টায় ধামরাই থানা পুলিশ মহাসড়কের বালিথা বাথুলী বাসষ্ট্যান্ড এলাকা থেকে খুন হওয়া ওই শ্রমিকের লাশটি উদ্ধার করেছে। ছুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়না তদন্তের জন্য লাশটি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ ।

পারিবারিক সুত্রে ও খুন হওয়া ওই শ্রমিকের সহপাঠীরা জানান, সোমবার রাত সাড়ে ৮টায় কারখানা ছুটি হওয়ার পর তিনি বালিথা বাথুলী বাজার বাসস্ট্যান্ডে তার পিতার ব্যবসা প্রতিষ্ঠানে দেখা করতে আসেন। রাত ৯টার দিকে আশুলিয়ার নয়ারহাট এলাকায় পাওয়ানা টাকা আদায়ের কথা বলে পিতার ব্যবসা প্রতিষ্ঠান থেকে চলে যান আবুল কালাম আজাদ।

রাত গভীর হলে ছেলে বাড়ীতে না ফিরলে তার ব্যবহৃত মুঠোফোনে বার বার চেষ্টা করে ও তা বন্ধ পাওয়া যায়। এতে পরিবারের সদস্যরা চিন্তিত হয়ে পড়েন। তার ফিরে আসার অপেক্ষায় এবং মহা-দুশ্চিন্তায় নির্ঘুম রাত কাটান পরিবারের সদস্যরা।

সকাল হতে না হতেই পথচারিরা বালিথা বাসস্ট্যান্ড এলাকায় সংলগ্ন কয়লার ডাম্পিং জোনে ওই কারখানা শ্রমিকের লাশ দেখতে পান। এরপর তার পরিবার থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন।

ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে এসে খুন হওয়া ওই কারখানা শ্রমিকের লাশটি উদ্ধার করে ছুরতহাল প্রতিবেদন তৈরি শেষে থানায় নিয়ে যায়। ময়না তদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়াদি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ ।
এব্যাপারে ধামরাই থানায় একটি মামলা দায়েরে হয়েছে বলে জানা গেছে। খুন হওয়া ওই কারকানা শ্রমিকের পিতা কানা বাবুল জানান,আমার সন্দেহ হয় ওরা আমার আজাদকে টাকা না দিয়ে নির্মমভাবে খুন করে এই স্থানে গাড়ীযোগে তার মরদেহটি ফেলে রেখে গেছে। আমি খুনিদের কঠোর ও বিচার ও ফাঁসি চাই।

ধামরাই থানার ওসি তদন্ত মোঃ কামাল হোসেন বলেন,বালিথা বাসস্ট্যান্ড এলাকায় থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্টের পর আসল ঘটনা জানা যাবে ।

(ডিসিপি/এসপি/ফেব্রুয়ারি ২৩, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test