E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সভা 

২০২১ ফেব্রুয়ারি ২৫ ১৮:৪৭:০৯
বাগেরহাটে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সভা 

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ‘সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহের অংশ গ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় বৃহস্পতিবার সকালে ডিসি অফিসের সম্মেলন কক্ষে এ সভার অনুষ্ঠিত হয়। 

বাগেরহাট স্থানীয় সরকারের উপ-পরিচালক দেব প্রসাদ পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক।

এসময় অন্যান্যের মধ্যে, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মো. রিয়াজুল করিম, নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা আক্তার, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, গ্রাম আদালত সংক্রিয় করন প্রকল্পের ডিষ্টিক ফ্যাসিলেটর মহিতোষ কুমার রায়সহ বাগেরহাট জেলার ৬টি উপজেলার নির্বাহী কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি ও এনজিও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

(এসএকে/এসপি/ফেব্রুয়ারি ২৫, ২০২১)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test