E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হিলি বন্দরে রেলযোগে এল ২৭৩৬ টন ভারতীয় চিটা গুড়

২০২১ ফেব্রুয়ারি ২৬ ১৬:৩১:১১
হিলি বন্দরে রেলযোগে এল ২৭৩৬ টন ভারতীয় চিটা গুড়

শাহ আলম শাহী, দিনাজপুর : ভারত থেকে রেলযোগে দিনাজপুরের হিলি স্থলবন্দরে চিটা গুড় আমদানি হয়েছে। ইতিমধ্যে আমদানি হয়েছে ২৭৩৬ মেট্রিকটন। আর তা থেকে রেলের ভাড়া বাবদ সরকার রাজস্ব আদায় করেছে, ১৯ লাখ ২ হাজার ২৫০ টাকা। 

দেশের অর্ধেক চিনি কল বন্ধ হয়ে যাওয়ায়, দেশের চাহিদা পুরনে এই গুর আমদানি বলে জানিয়েছেন, চিটা গুড় আমদানি কারকরা।

চিটা গুড় আমদানি কারক জয়পুরহাট চেম্বার অপ কমার্সের সভাপতি মেসার্স আনারুল হক এ প্রতিবেদক শাহ আলম শাহীকে জানায়, বর্তমান দেশের অধিকাংশ চিনি কলগুলো বন্ধ হয়ে গেছে। যার কারণে ডেলি ফার্মগুলো বিপাকে পড়ছে, সংকটে পড়ছে গো-খাদ্যের। তাদের চাহিদা মেটাতে আমরা এই চিটা গুড় আমদানি করছি। এর আগে আমরা দেশের চিটা গুড় ভারতে রপ্তানি করেছিলাম। বর্তমান ভারত থেকে আমরা আমদানি করছি।

১২২ ডলারে রেলপথে ভারত থেকে আমাদের ২৭৩৬ মেট্রিকটন চিটা গুড় আমদানি করেছি। এছাড়াও হিলি স্থলবন্দরে আমার আরও প্রায় ৪০০ মেট্রিকটন চিটা গুড় আমদানি করা হয়েছে।

হিলি রেল স্টেশন মাস্টার তপন কুমার চক্রবর্তী জানান,, ৫০টি বিটিপিএন (তেল ওয়াগন) এ ২৭৩৬ মেট্রিকটন চিটা গুড় আএসেছ এই স্টেশনে। যা থেকে ১৯ লাখ ২ হাজার ২৫০ টাকা সরকার রাজস্ব পেয়েছে।

(এস/এসপি/ফেব্রুয়ারি ২৬, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test