E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

বগুড়ার উন্নয়নের স্বার্থে নৌকা মার্কার বিকল্প নাই : মঞ্জুরুল আলম 

২০২১ ফেব্রুয়ারি ২৬ ১৭:৫২:৩৯
বগুড়ার উন্নয়নের স্বার্থে নৌকা মার্কার বিকল্প নাই : মঞ্জুরুল আলম 

বগুড়া প্রতিনিধি : আসন্ন (২৮ ফেব্রুয়ারি) বগুড়া পৌরসভার সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থীর পক্ষে নির্বাচনী জনসংযোগে শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) নেতৃত্ব দেন বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জননেতা মঞ্জুরুল আলম মোহন। 

নির্বাচনী জনসংযোগ ও মিছিল বগুড়া শহরের বনানী হতে শুরু হয়ে মাটিডালি সদর উপজেলা থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতমাথায় বগুড়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমাবেশে রূপান্তর হয়। এরআগে জননেতা মঞ্জুরুল আলম মোহন শেরপুর উপজেলায় সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন।

বগুড়ায় আয়োজিত নির্বাচনী জনসংযোগ ও সমাবেশে জননেতা মঞ্জুরুল আলম মোহন বলেন, "আগামী ২৮ ফেব্রুয়ারি সারাদিন বগুড়ার উন্নয়নে নৌকা মার্কায় ভোট দিন। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা মনোনীত ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত যোগ্য প্রার্থী আলহাজ্ব আবু ওবায়দুল হাসান ববিকে নৌকা মার্কায় বিজয়ী করে বগুড়া শহরের সুষম উন্নয়নে অংশ নিন। বিগত সময়ে বগুড়ায় বিএনপি প্রার্থী পৌরসভার মেয়র নির্বাচিত হয়ে বগুড়া বাসীর কোন উন্নয়ন হয়নি। বিএনপির মেয়র বগুড়া শহর নিয়ে কোন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করেননি। বিএনপি শুধু সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করায় ব্যাস্ত। তাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন রূপকল্পকে এগিয়ে নিতে ডিজিটাল বাংলাদেশ গড়তে উন্নয়নের মার্কা "নৌকা মার্কায়" ভোট দিন। আওয়ামী লীগ ভোটারদের উন্নয়নে অঙ্গীকার রক্ষা করতে জানে। কোন গুজবে কান দেবেন না। দুর্নীতিবাজ, চাঁপাবাজ, হত্যাকারী, জালিয়াতের কথায় বিভ্রান্ত হবেন না। ২৮ ফেব্রুয়ারি সারাদিন ভোট কেন্দ্রে আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের বিজয় সুনিশ্চিত হওয়া পর্যন্ত শক্ত অবস্থান নেয়ার আহ্বান জানাচ্ছি।"

অ্যাড. রেজাউল করিম মন্টুর সভাপতিত্বে ও অসীম কুমার রায়ের সঞ্চালনায় সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, বগুড়া পৌরসভা নির্বাচনের আগ মুহুর্তে নৌকা মার্কার কর্মীদের হয়রানীর উদ্দেশ্যে জননেতা মঞ্জুরুল আলম মোহন সহ দলীয় নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা দেয়া হয়েছে। ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার এবং প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবী জানানো হয়। সেইসঙ্গে প্রশাসনের স্বচ্ছ ও নিরপেক্ষ পদক্ষেপ কামনা করা হয়। বক্তারা ষড়যন্ত্রকারীদের উপযুক্ত জবাব দিতে ২৮ ফেব্রুয়ারি সকাল থেকে ভোট কেন্দ্রে অবস্থান নিয়ে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে নেতা কর্মীদের নির্দেশনা প্রদান করেন।

সমাবেশে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের দফতর আল রাজী জুয়েল, সদস্য অধ্যক্ষ সহিদুল ইসলাম দুলু, সোহরাব হোসেন ছান্নু, পৌর আওয়ামীলীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন, সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবু ওবায়দুল হাসান ববি, জেলা যুবলীগের সভাপতি শুভাশিস পোদ্দার লিটন, জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস,সাধারণ সম্পাদক অসীম কুমার রায়, শহর যুবলীগের সভাপতি মাহফুজুল আলম জয়, সাধারণ সম্পাদক উদয় কুমার বর্মন, শেরপুর উপজেলা যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেক, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান ভুট্টো, শাজাহানপুর উপজেলা যুবলীগের সভাপতি ভিপি এম সুলতান আহমেদ, ধনুট উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার, শেরপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা, শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রন্জু, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ওবায়দুল্লাহ সরকার স্বপন, আজিজুল হক কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ, শাহ সুলতান কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকিউল ইসলাম জনি সহ প্রমুখ নেতৃবৃন্দ।

(আর/এসপি/ফেব্রুয়ারি ২৬, ২০২১)

পাঠকের মতামত:

১৫ এপ্রিল ২০২১

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test