E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় দুই ভাটা শ্রমিকের মৃত্যু

২০২১ ফেব্রুয়ারি ২৭ ১২:৪৪:৫৪
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় দুই ভাটা শ্রমিকের মৃত্যু

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : মাটি বহনকারি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দু’ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার ভোর সাড়ে তিনটার দিকে সাতক্ষীরা সদরের বিজিবি ব্যাটালিয়ান হেড কোয়াটারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সাতক্ষীরা সদরের বকচরা গ্রামের সামাদ সরদারের ছেলে মনিরুল ইসলাম (৩৩) ও একই গ্রামের ইসরাফ সরদারের ছেলে মোহাম্মদ আলী (৪২)।

বকচরা গ্রামের কাছিরউদ্দিন লস্কর জানান, মনিরুল ইসলাম, মোহাম্মদ আলী ও তিনিসহ সাতজন শ্রমিক শনিবার ভোর তিনটার দিকে প্রতিদিনের ন্যয় বাড়ি থেকে সাইকেলে বিনেরপোতায় লিয়াকত আলীর বি.বি.ব্রিকস এ কাজ করতে যাচ্ছিলেন। পথিমধ্যে ভোর সাড়ে তিনটার দিকে সাতক্ষীরা- চুকনগর সড়কের বিজিবি ব্যাটালিয়ন হেডকোয়াটারের সামনে বিপরীত দিক থেকে আসা একটি মাটি বহনকারি ট্রাক মনিরুল ও মোহাম্মদ আলীকে চাপা দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেয়ে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) মোঃ বুরহানউদ্দিন জানান, লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

(আরকে/এসপি/ফেব্রুয়ারি ২৭, ২০২১)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test