E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বালিয়াকান্দিতে পদ্মলোচন ঠাকুরের ২৮৭তম তিরোধান তিথিতে গঙ্গাস্নান ও মেলা

২০২১ ফেব্রুয়ারি ২৭ ১৬:৩৬:৫৭
বালিয়াকান্দিতে পদ্মলোচন ঠাকুরের ২৮৭তম তিরোধান তিথিতে গঙ্গাস্নান ও মেলা

আবুল কালাম আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর বালিয়াকান্দিতে পদ্মলোচনা ঠাকুরের ২৮৭ তম তিরোধান তিথিতে গঙ্গাস্নান, ৪ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের শুরু হয়েছে। এ উপলক্ষে বসেছে গ্রামীণ মেলা।

শনিবার সকালে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া শ্রী শ্রী হরিঠাকুর অঙ্গনে এ গঙ্গাস্নান, নাম যজ্ঞানুষ্ঠান ও গ্রামীণ মেলা শুরু হয়।

সকাল থেকে গঙ্গাস্নানের মধ্য শুরু হওয়া ধর্মীয় এ অনুষ্ঠানে গীতাপাঠ, মহানাম সংকীর্তনের পাশাপাশি নগর কীর্তন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ৪দিনব্যাপী মহানাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে বসেছে গ্রামীণ মেলা। মেলায় বিভিন্ন ধরনের মিষ্টি, নাগরদোলা, শিশুদের খেলনার পাশাপাশি রয়েছে বাঁশ ও বেতের তৈরি গৃহশয্যার বিভিন্ন পণ্য।

পদ্মলোচন ঠাকুরের ২৮৭ তম তিরোধান তিথিতে স্নান ও মেলা কমিটির সেবাইত শ্রী গোপাল ঠাকুর বলেন, শনিবার ভোর থেকে গঙ্গাস্নান আরম্ভ হয়ে বিকালে শ্রীমদ্ভগবত পাঠের পর মহানামযজ্ঞের শুভ অধিবাসের মধ্য দিয়ে ২৪ প্রহর ব্যাপী মহানাম সংকীর্তন শুরু হবে। তবে এ বছর করোনার কারণে সংক্ষিপ্ত আকারে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

(একে/এসপি/ফেব্রুয়ারি ২৭, ২০২১)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test