E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুবিতে বিএনসিসি’র দশ দিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন

২০১৪ আগস্ট ২৫ ১৮:৪১:০০
কুবিতে বিএনসিসি’র দশ দিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, কুমিল্লা : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ময়নামতি রেজিমেন্টের ৪ ব্যাটালিয়নের দশ দিন ব্যাপি বার্ষিক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১ নং কক্ষে এ প্রশিক্ষণের উদ্ধোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আলী আশরাফ। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডটে কোরের ময়নামতি রেজিমেন্টের ৪ নং ব্যাটালিয়নের বার্ষিক এ প্রশিক্ষণ আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আলী আশরাফ বলেন, ‘ক্যাডেটরা প্রশিক্ষণ গ্রহনের মাধ্যমে নিজেকে গঠন করে ক্লান্তিকালীন সময়ে দেশ ও জাতি গঠনে এগিয়ে আসবে।’ ক্যাডেটরা নিজ নিজ প্রতিষ্ঠানের শৃঙ্খলা রক্ষা করে প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।


ময়নামতি রেজিমেন্টের ৪নং ব্যাটালিয়ন কমান্ডার মেজর এ এইচ এম শাহরিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান সমন্বয়ক ছিলেন ব্যাটালিয়ন এ্যডজুনেন্টে মেজর এম এম ইকবাল হোসেন। বিএনসিসি কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুনের প্লাটুন আন্ডার অফিসার (পিইউও) ও বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো: শামিমুল ইসলামরে সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: সৈয়দুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মাসুদা কামাল ও প্রক্টর মো: আইনুল হক।


ময়নামতি রেজিমেন্টের অধীনে দশটি শিক্ষা প্রতিষ্ঠানের বিএনসিসি’র দশ প্লাটুনের মোট ১২০ জন ক্যাডেট এ প্রশিক্ষণে অংশ নিয়েছে। এতে নারী ক্যাডেট রয়েছেন বিশজন। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের ময়নামতি রেজিমেন্টের মেজর এম এম ইকবাল হোসেনের অধীনে এ প্রশিক্ষণ চলবে। মাঠ পর্যায়ে এ প্রশিক্ষণে দশজন সেনা সদস্য ক্যাডেটদের প্রশিক্ষণ দেবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। এ প্রশিক্ষণের ক্যাডেট এ্যডজুনেন্ট থাকবেন বিএনসিসি কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুনের ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) জনাব ফেরদাউস কবির।


উল্লেখ্য, ২০০৯ সালের ২৯ এপ্রিল ময়নামতি রেজিমেন্টের অধীনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একটি পুরুষ ও একটি মহিলা প্লাটুন নিয়ে বিএনসিসি যাত্রা শুরু হয়। গত দুই বছরও কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ময়নামতি রেজিমেন্টের অধীনে বার্ষিক এ প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।


(এইচকেজে/এএস/আগস্ট ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test