E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রায়পুরে নির্বাচনী প্রস্তুতি সম্পূর্ণ, সব কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

২০২১ ফেব্রুয়ারি ২৭ ১৭:১৪:৪১
রায়পুরে নির্বাচনী প্রস্তুতি সম্পূর্ণ, সব কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

লক্ষ্মীপুর প্রতিনিধি : পঞ্চম ধাপে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল। লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভা নির্বাচনের সকল প্রস্তুতি শেষ করেছে প্রশাসন। শনিবার দুপুরে উপজেলা নির্বাচন কার্যালয় থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী মালামাল। আগামীকাল রবিবার সকাল ৮টা ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

রায়পুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্ধিতা করছেন ছয় জন প্রার্থী। এরা হলেন, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের গিয়াস উদ্দিন রুবেল ভাট, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের এবিএম জিলানী, ইসলামী আন্দোলন মনোনীত হাতপাখা প্রতীক নিয়ে মো: আবদুল খালেক ,স্বতন্ত্র প্রার্থী মোবাইল প্রতীক মনির আহম্মদ,স্বতন্ত্র প্রার্থী নারিকের গাছ মোঃ মাসুদ উদ্দিন , স্বতন্ত্র প্রার্থী জগ প্রতীক নাছির উদ্দিন। অন্যদিকে ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৫৭ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে মোট ১৩টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন ২৩ হাজার ৬৩১ জন ভোটার। এর মধ্যে পুরুষ ১১ হাজার ৯৯০ জন ও মহিলা ১১ হাজার ৬৪১ জন।

লক্ষ্মীপুর জেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দিন বলেন, নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ৯টি ওয়ার্ডের ১৩টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তার পাশাপাশি ৯জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, ২২০জন পুলিশ, ২০০জন আনসার ও দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এর পাশাপাশি র্যাবের তিনটি টহল টিম থাকবে । প্রতিটি কেন্দ্রে ভোট গ্রহণের আনুষাঙ্গিক সবকিছু পাঠিয়ে দেওয়া হয়েছে। আগামীকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

(এস/এসপি/ফেব্রুয়ারি ২৭, ২০২১)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test