E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরের ৩ পৌরসভায় ভোটগ্রহণ চলছে

২০২১ ফেব্রুয়ারি ২৮ ১২:৫১:৪৫
জামালপুরের ৩ পৌরসভায় ভোটগ্রহণ চলছে

রাজন্য রুহানি, জামালপুর : পঞ্চম ধাপে জামালপুরের তিন পৌরসভায় ভোটগ্রহণ চলছে আজ। ইভিএমের মাধ্যমে সকাল ৮ টা থেকে জেলার ইসলামপুর, মাদারগঞ্জ ও জামালপুর পৌরসভার ৬৫ টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়।

তিন পৌরসভার মধ্যে জামালপুর পৌরসভায় মেয়র পদে তিন জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই তিনজন হলেন আওয়ামী লীগ মনোনীত মো. ছানোয়ার হোসেন ছানু (নৌকা), বিএনপি মনোনীত অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন (ধানের শীষ) ও ইসলামী আন্দোলনের মুফতি মোস্তফা কামাল (হাতপাখা)। এছাড়া ১২ টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভায় ৪২টি ভোট কেন্দ্রের ৩৪১টি বুথে সকাল থেকে ভোটগ্রহণ চলছে। এই পৌরসভার ১ লাখ ৮ হাজার ৭২৭ জন ভোটারের মধ্যে পুরুষ ৫২ হাজার ১৫১ জন ও মহিলা ভোটার ৫৬ হাজার ৫৭৬ জন।

ইসলামপুর পৌরসভায় মেয়র পদে চারজন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এরা হলেন, আওয়ামী লীগ মনোনীত আব্দুল কাদের সেখ (নৌকা), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এস এম জাহাঙ্গীর আলম (জগ), বিএনপি মনোনীত রেজাউল করিম ঢালী (ধানের শীষ) ও ইসলামী আন্দোলনের আনিছুর রহমান (হাতপাখা)। এছাড়া ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভার ১৩টি ভোট কেন্দ্রের ৯৮টি বুথে সকাল থেকে চলছে ভোটগ্রহণ। এই পৌরসভায় ৩০ হাজার ২৬০ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৭৮৫ জন ও মহিলা ১৫ হাজার ৪৭৫ জন।

মাদারগঞ্জ পৌরসভায় মেয়র পদে লড়ছেন তিনজন। এরা হলেন, আওয়ামী লীগ মনোনীত মির্জা গোলাম কিবরিয়া কবির (নৌকা), বিএনপি মনোনীত আব্দুল গফুর (ধানের শীষ) ও জাতীয় পার্টি মনোনীত জাহিদ হাসান (লাঙল)। এছাড়া ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৪ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভার ১০টি ভোট কেন্দ্রের ৮০টি বুথে সকাল থেকে ভোটগ্রহণ চলছে। এই পৌরসভার ২৫ হাজার ৩৮ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৩৭৮ জন ও মহিলা ভোটার ১২ হাজার ৬৬০ জন।

জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, জামালপুর, ইসলামপুর ও মাদারগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচনের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৭৭০ জন পুলিশ সদস্য, র‌্যাবের ৫টি টহল টিম, ৬ প্লাটুন বিজিবি ও ৩৩৬ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

(আরআর/এসপি/ফেব্রুয়ারি ২৮, ২০২১)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test