E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাঁদপুরে ছয় দিনব্যাপী গ্রামীণফোন ইলিশ উৎসব

২০১৪ আগস্ট ২৫ ১৯:১০:০৮
চাঁদপুরে ছয় দিনব্যাপী গ্রামীণফোন ইলিশ উৎসব

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরবাসীর আরেক প্রাণের উৎসব ‘গ্রামীণফোন ইলিশ উৎসবে’ পর্দা উঠছে আজ। আজ মঙ্গলবার থেকে ছয়দিনব্যাপী এ উৎসব শুরু হবে। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনকে ঘিরে ছয় দিনব্যাপী এ উৎসবের সকল আয়োজন। প্রতিদিন বেলা ২টায় উৎসবের কার্যক্রম শুরু হবে।

সোমবার বেলা ২টায় ‘ক’ বিভাগের নির্ধারিত সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্য দিয়ে উৎসবের কার্যক্রম শুরু হবে। বিকেল ৪টায় হবে আনুষ্ঠানিক উদ্বোধন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন। উদ্বোধন করবেন পুলিশ সুপার মোঃ আমির জাফর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ সফিকুর রহমান ও গ্রামীণফোন কুমিল্লা রিজিওনাল হেড ও জেনারেল ম্যানেজার শাহ মোঃ ইব্রাহীম আজাদ। সভাপ্রধান থাকবেন চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের চেয়ারম্যান অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার। এই আনুষ্ঠানিক উদ্বোধনকালেই জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে বর্ণাঢ্য উদ্বোধনী র‌্যালী বের হবে। বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে বিতর্ক প্রতিযোগিতা। উদ্বোধনী অনুষ্ঠান ও র‌্যালীতে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন চতুরঙ্গের কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, উৎসব কমিটির আহ্বায়ক কাজী শাহাদাত ও সদস্য সচিব শহীদ পাটওয়ারী। বিকেলে উৎসবের শুভ সূচনার পর সন্ধ্যা ৬টায় রংধনু সাংস্কৃতিক সংগঠনের নৃত্যানুষ্ঠান এবং সন্ধ্যা ৭টায় সম্মাননা ও পুরস্কার প্রদান। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হাজীগঞ্জ মডেল কলেজের অধ্যক্ষ ড. আলমগীর কবির পাটওয়ারী। উদ্বোধন করবেন মতলব পৌরসভার মেয়র এনামুল হক বাদল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট চিকিৎসক রোটাঃ ডাঃ মিজানুর রহমান খান ও বিশিষ্ট যুবনেতা মোহাম্মদ আলী মাঝি। রাত ৮টায় রিমঝিম সাংস্কৃতিক সংগঠনের নৃত্য ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে। এবারের উৎসবে ছয় জন গুণী ব্যক্তিকে সংবর্ধনা দেয়া হবে এবং বিশেষ সম্মাননা স্মারক দেয়া হবে পাঁচজন সাংবাদিককে।

এবারের উৎসবের শ্লোগান হচ্ছে ‘জেগে উঠো মাটির টানে।’ চাঁদপুরের ঐতিহ্যবাহী এবং প্রাচীনতম সাংস্কৃতিক সংগঠন চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের পরিকল্পনা এবং আয়োজনে চাঁদপুরে ৬ষ্ঠ বারের ইলিশ উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এর টাইটেল স্পন্সর হচ্ছে গ্রামীণফোন। এ উৎসবের রূপকার হচ্ছেন চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও কার্যনির্বাহী কমিটির মহাসচিব হারুন আল রশীদ। উৎসবের প্রস্তুতি সম্পর্কে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, সার্বিক প্রস্তুতি সম্পন্ন হওয়ার পথে। ছয় দিনের এ উৎসব শতভাগ সফলতার সাথে সম্পন্ন করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

(এমজে/এটিআর/আগস্ট ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test