E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

সৈয়দপুর পৌরবাসী প্রমাণ করলো ‘ভোট’ একটি উৎসবের নাম 

২০২১ ফেব্রুয়ারি ২৮ ১৬:৩৩:৫১
সৈয়দপুর পৌরবাসী প্রমাণ করলো ‘ভোট’ একটি উৎসবের নাম 

ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে বিপুল সংখ্যক নারী ভোটারের উপস্থিতিতে নীলফামারীর সৈয়দপুরে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । দেশে পঞ্চম ধাপে একযোগে ২৯ পৌরসভার সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচন। নির্বাচনে এবার প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেয়া হয়েছে।  সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলেছে বিকেল ৪টা পর্যন্ত। নারী ও পুরুষ ভোটারগণ লাইনে দাঁড়িয়ে শান্তিপুর্ণভাবে তাদের ভোট প্রদান করতে দেখা গেছে ।

পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের রাফিকা আকতার জাহান (নৌকা), বিএনপির মো. রশিদুল হক সরকার (ধানের শীষ), জাপার সিদ্দিকুল আলম (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ নূরুল হুদা (হাতপাখা) ও স্বতন্ত্র প্রার্থী হিসাবে রবিউল আউয়াল রবি (মোবাইলফোন) ভোটের মাঠে রয়েছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এবার পৌরসভার ১৫ ওয়ার্ডে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য মোট ৪১ ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এ জন্য নিয়োগ দেয়া হয়েছে ৪১ প্রিসাইডিং অফিসার। এছাড়া কেন্দ্রেগুলোয় ২৬৪ সহকারী প্রিসাইডিং অফিসার ও ৫২৮ পোলিং অফিসার নিয়োজিত রয়েছেন। আর ব্যবহৃত হচ্ছে ৩৯৬ ইভিএম। সব কেন্দ্রের সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তার দায়িত্বে রয়েছেন দুজন অফিসারের নেতৃত্বে সাত পুলিশ সদস্য ও নারী-পুরুষ মিলে ৯ আনসার ভিডিপি বাহিনীর সদস্য।

মেয়র পদে পাঁচজন, ৮৮জন সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত নারী ওয়ার্ডে ২১ জন প্রতিদন্ধীতা করছেন এই নির্বাচনে। ১৫টি ওয়ার্ডের ৪১টি কেন্দ্রে ভোটার সংখ্যা ৯৩৮৯৩ জন। এরমধ্যে পুরুষ ৪৬৭৬৩ আর মহিলা ৪৭১৩০ জন রয়েছেন।

(কে/এসপি/ফেব্রুয়ারি ২৮, ২০২১)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test