E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেরপুরে তিন প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের ২৬ হাজা টাকা জরিমানা

২০১৪ আগস্ট ২৫ ২০:৪৩:৫৬
শেরপুরে তিন প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের ২৬ হাজা টাকা জরিমানা

শেরপুর প্রতিনিধি : শেরপুরে বিভিন্ন অনিয়মের অভিযোগে তিন প্রতিষ্ঠানের নিকট থেকে ২৬ হাজা টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার বিকেল সাড়ে ৫ টার দিকে শহরের খড়ারপাড় ও কলেজ মোড় এলাকায় হোটেল, বেকারী ও লাইব্রেরী দোকানে অভিযানকালে এসব জরিমানার অর্থ আদায় করা হয়। শেরপুর কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুস সাকিব-এর নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তসলিমা নুর হোসেন ও সদর  থানার পুলিশ সদস্যরা তার সাথে ছিলেন।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুস সাকিব জানান, অভিযানকালে শহরের খোয়ারপাড় এলাকার বিসমিল্লাহ হোটেলকে ৮ হাজার টাকা, মদিনা বেকারীকে ১৫ হাজার টাকা ও কলেজ মোড় এলাকার আশরাফিয়া লাইব্রেরীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। ওইসব প্রতিষ্ঠানের মধ্যে বিসমিল্লাহ হোটেলকে অস্বাস্থ্যকর পরিবেশে পঁচা, দুর্গন্ধ রান্না করা খাবার পরিবেশন, মদিনা বেকারীর উৎপাদিত বিভিন্ন খাদ্য দ্রব্যের মাঝে নিষিদ্ধ কাপড়ের রং মিশিয়ে ভেজাল তেল ও নিষিদ্ধ সুগন্ধি মিশিয়ে বাজারজাত করার অভিযোগে বিশুদ্ব খাদ্যদ্রব্য অধ্যাদেশ ১৯৫৯ এর ৬এর ১ ধারায় এবং আশরাফিয়া লাইব্রেরীকে নিষিদ্ধ নোট বই বিক্রির অভিযোগে নোট বই নিষিদ্বকরণ আইনের ১৯৮৫ এর ৩ ধারায় মামলা দিয়ে তাৎক্ষনিক জরিমানার অর্থ আদায় করা হয়।

(এইচএবি/এটিআর/আগস্ট ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test