E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বগুড়া পৌরসভা নির্বাচনে ধানের শীষের বাদশা মেয়র নির্বাচিত

২০২১ মার্চ ০১ ১৫:২০:৪৯
বগুড়া পৌরসভা নির্বাচনে ধানের শীষের বাদশা মেয়র নির্বাচিত

বগুড়া প্রতিনিধি : পৌরসভা নির্বাচনের ৫ম ধাপে বগুড়া সদর পৌর এলাকায় ২১টি ওয়ার্ডে ১১৩টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) বগুড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। বগুড়া পৌর এলাকায় মেয়র ও কাউন্সিলর পদে নতুন জনপ্রতিনিধি বেছে নিতে ২ লাখ ৭৫ হাজার ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১ লাখ ৬৪ হাজার ৫৮৭ জন, যা ভোটের হিসেবে ৫৯.৮৫%। ভোট বাতিল হয়েছে ৫২৫টি। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়। ভোট গ্রহণকালে ১৬ প্লাটুন বিজিবি, বিপুল সংখ্যক পুলিশ, র‌্যাব, আনসার সদস্য, ৫টি স্ট্রাইকিং ফোর্সসহ ২১জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ২১টি মোবাইল টিম নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কড়া নিরাপত্তার কারণে বগুড়া পৌর নির্বাচনে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ঝুঁকিপূর্ন ৫৬ টি বিবেচনায় বাড়তি নিরাপত্তা হিসেবে নির্বাচনকে ঘিরে ৮টি ওয়ার্ডের ৫০টি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে নারী ও পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন। ভোটাররা বলছেন, ২০০৮ সালের জাতীয় নির্বাচনের পর অন্য কোনো ভোটে এমন সশৃঙ্খল ও সুষ্ঠু পরিবেশ দেখেননি তাঁরা। অনেক নতুন ভোটার প্রথমবারের মতো ভোট দিতে পেরে ব্যাপক উল্লসিত লক্ষ্য করা গেছে।

১১৩টি কেন্দ্রের ফলাফলে বগুড়া পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত রেজাউল করিম বাদশা মেয়র পদে ধানের শীষ প্রতীকে ৮২ হাজার ২ শত ১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকতম প্রতিদ্ব›দ্বী আওয়ামী লীগ মনোনীত আবু ওবায়দুল হাসান ববি নৌকা প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৮৯ ভোট, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আবদুল মতিন হাতপাখা প্রতীকে পেয়েছেন ৬ হাজার ১শত ৯১ ভোট,স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান আকন্দ জগ প্রতীকে পেয়েছেন ৫৬ হাজার ৯০ ভোট।

কাউন্সিলর পদে ২১টি ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন যথাক্রমে- ১নং ওয়ার্ডে শাহ্ মেহেদী হাসান হিমু, ২নং ওয়ার্ডে তৌহিদুল ইসলাম বিটু, ৩নং ওয়ার্ডে কবিরাজ তরুণ কুমার চক্রবর্ত্তী, ৪নং ওয়ার্ডে আব্দুল মতিন সরকার, ৫নং ওয়ার্ডে রেজাউল করিম ডাবলু, ৬নং ওয়ার্ডে পরিমল চন্দ্র দাস, ৭নং ওয়ার্ডে দেলোয়ার হোসেন পশারী হিরু, ৮নং ওয়ার্ডে এরশাদুল বারী এরশাদ, ৯নং ওয়ার্ডে আলহাজ্ব শেখ, ১০নং ওয়ার্ডে আরিফুর রহমান, ১১নং ওয়ার্ডে সিপার আল বখতিয়ার, ১২নং ওয়ার্ডে এনামুল হক সুমন, ১৩নং ওয়ার্ডে আল মামুন, ১৪নং ওয়ার্ডে এম আর ইসলাম রফিক, ১৫নং ওয়ার্ডে আমিনুল ইসলাম, ১৬নং ওয়ার্ডে আমিন আল মেহেদী, ১৭নং ওয়ার্ডে ইকবাল হোসেন রাজু, ১৮নং ওয়ার্ডে রাজু হোসেন পাইকাড়, ১৯নং ওয়ার্ডে লুৎফর রহমান মিন্টু, ২০নং ওয়ার্ডে রোস্তম আলী, ২১নং ওয়ার্ডে রুহুল কুদ্দুস ডিলু। মহিলা কাউন্সিলর পদে ১-২-৩ নং ওয়ার্ডে জোবাইদা বেগম, ৪-৫-৬ নং ওয়ার্ডে ফারুক সাখিনা শিখা, ৭-৮-৯ নং ওয়ার্ডে, ১০-১১-১২ নং ওয়ার্ডে শাহীনুর বানু, ১৩-১৪-১৫ নং ওয়ার্ডে শিরিন আক্তার, ১৬-১৭-১৮ নং ওয়ার্ডে মুক্তি বেগম, ১৯-২০-২১ নং ওয়ার্ডে মঞ্জুয়ারা খাতুন নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য যে, দেশে পৌরসভা রয়েছে মোট ৩২৯টি। প্রথম ধাপের তফসিলের ২৪টি পৌরসভায় গত ২৮ডিসেম্বর ইভিএমে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে; এরপর ১৬ জানুয়ারি ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে দ্বিতীয় ধাপের ৬১ পৌরসভায়। তৃতীয় ধাপে ৬৪টি পৌরসভায় ৩০ জানুয়ারি এবং চতুর্থ ধাপে ৫৮ পৌরসভায় ১৪ ফেব্রæয়ারি ভোট গ্রহণ সম্পন্ন হয়। ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপে ২৯টি পৌর এলাকায় ভোট অনুষ্ঠিত হলো।

(আর/এসপি/মার্চ ০১, ২০২১)

পাঠকের মতামত:

২৯ মার্চ ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test