E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

চাঁদপুরের মেঘনায় কার্গো ডুবি, ১২ কর্মচারী উদ্ধার

২০১৪ আগস্ট ২৬ ১০:২৪:০০
চাঁদপুরের মেঘনায় কার্গো ডুবি, ১২ কর্মচারী উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর মেঘনা নদীর পুরানবাজার এলাকায় এমভি চিতলমারী নামে একটি মালবাহী কার্গো ডুবির ঘটনা ঘটেছে। তবে এসময় কার্গোতে থাকা ১২ কর্মচারী তীরে উঠতে সক্ষম হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুরানবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুব মোল্লা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা এমভি চিতলমারী কর্গোটিকে এমভি হেকমত নামে অপর একটি কার্গো ধাক্কা দিলে চিতলমারী কার্গোটির তলা ফেটে মেঘনা নদীতে ডুবে যায়। এসময় স্থানীয়দের সহায়তায় কার্গোতে থাকা ১২ জন তীরে উঠতে সক্ষম হয়। এ ঘটনায় কেউ হতাহত হয় নি। কার্গোতে ১৩শ’ টন সিমেন্ট তৈরির কাচামাল কিলিংকার ছিল।

খবর পেয়ে চাঁদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে ডুবে যাওয়া কার্গোটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

চাঁদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার মো. ফরিদুল ইসলাম মনির জানান, জাহাজের অবস্থান সনাক্ত করা সম্ভব হয় নি। তবে চেষ্টা চলছে।

(ওএস/এইচআর/আগস্ট ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test