E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় জাতীয় স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধন

২০২১ মার্চ ০৩ ১৪:৫২:৪৯
আগৈলঝাড়ায় জাতীয় স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নে নতুন প্রজন্মের ১৫৮৮ জনের মধ্যে স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধন করা হয়েছে। 

বুধবার সকালে বাগধা ইউনিয়ন পরিষদ চত্তরে “নতুন প্রজন্মের ভোট, নৌকায় হোক,” আমরাই গড়বো ডিজিটাল বাংলাদেশ’ এই ম্লোগানে বরিশাল জেলা আওয়ামী লীগের অন্যতম নেতা, নতুন প্রজন্মের অহংকার সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ’র শুভেচ্ছা স্মারক সম্বলিত নতুন প্রজন্মের ১৫৮৮জন নাগরিকদের জাতীয় স্মার্ট পরিচয়পত্র উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন প্রধান অতিথি হিসেবে ডিজিটাল স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুলের সভাপতিত্বে স্মার্ট কার্ড বিতরণের সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা আবুল বাশার হাওলাদার, ফরহাদ তালুকদার, মহিলা আওয়ামী লীগ নেত্রী পিয়ারা ফারুক বক্তিয়ার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ শিকদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইক, সাংগঠনিক সম্পাদক নান্না মল্লিকসহ প্রমুখ নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জেলা আওয়ামী লীগ সভাপতি দক্ষিণাঞ্চলের উন্নয়নের রুপকার আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ ও তরুন প্রজন্মের অহংকার সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ’র শুভেচ্ছা জানিয়ে নতুন প্রজন্মের প্রথম ভোট স্বাধীনতার পক্ষের রাজনৈতিক দল ‘নৌকা’য় দেয়ার আহ্বান জানান।

(টিবি/এসপি/মার্চ ০৩, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test