E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

নওগাঁ জেলা কারাগারে দুস্থ বন্দীদের পুনর্বাসনে রিকশা ভ্যান ও সেলাই মেশিন বিতরণ

২০২১ মার্চ ০৪ ১৭:১০:৪৪
নওগাঁ জেলা কারাগারে দুস্থ বন্দীদের পুনর্বাসনে রিকশা ভ্যান ও সেলাই মেশিন বিতরণ

নওগাঁ প্রতিনিধি : বৃহস্পতিবার দুপুরে নওগাঁ জেলা কারাগারে অসহায় দুস্থ ৩ জন বন্দীর সাজা ভোগ শেষে ২টি রিক্সাভ্যান ও ১টি সেলাই মেশিন দিয়ে পুনর্বাসন করা হয়েছে। 

এছাড়া জেলা কারাগারের বিনোদনের জন্য বন্দীদের মাঝে এলইডি টিভি ও হারমোনিয়াম দেয়া হয়েছে।

জেলা সমাজসেবা অধিদপ্তর ও জেলা কারাগার এসবের আয়োজন করে। জেলা কারাগারে প্রধান অতিথি হিসাবে এসব বিতরন করেন, জেলা প্রশাসক মোঃ হারুন অর-রশীদ। এসময় অন্যান্যের মধ্যে সাবেক এমপি শাহীন মনোয়ারা হক, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হারুন অল রশীদ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মঞ্জুর এ মোর্শেদ, বিশিষ্ট সমাজসেবক ও ডায়াবেটিক সমিতির সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুস সালাম, জেল সুপার ফারুক আহমেদ ও জেলার শরীফুল ইসলাম, চেম্বারের পরিচালক এম, এ খালেক, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পারভীন আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি অসহায় দুঃস্থ দু’জন বন্দীর মাঝে রিক্সাভ্যান ও একজন নারীকে সেলাই মেশিন এবং বন্দীদের বিনোদনের জন্য ৩টি এলইডি টিভি ও ১টি হারমোনিয়াম প্রদান করেন। রমজান মাসে নারী বন্দীদের প্রত্যেককে নামাজের জন্য সাবেক এমপি শাহিন মনোয়ারা হক তার ব্যক্তিগত তহবিল থেকে জায়নামাজ ও তছবিহ দেয়ার প্রতিশ্রুতি প্রদান করেন।

(বিএস/এসপি/মার্চ ০৪, ২০২১)

পাঠকের মতামত:

২১ এপ্রিল ২০২১

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test