E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

মদনে বন্যায় ফসল ও বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত

২০১৪ আগস্ট ২৬ ১৪:৫২:২৭
মদনে বন্যায় ফসল ও বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত

মদন (নেত্রকোনা) প্রতিনিধি : পক্ষকাল ব্যাপী বর্ষণ ও পাহাড়ি ঢলে নদী ও হাওড়ের পানি বেড়ে মদন পৌরসভাসহ উপজেলার ৫টি ইউনিয়নে আগাম লাগানো রোপা-আমন ধান ও বীজতলা তলিয়ে গেছে। নিম্নাঞ্চলের শতাধিক পরিবার পানি বন্দী হয়ে পড়েছে।

৪টি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় মগড়া নদীর পার্শ্ববর্তী ফতেপুর জালবাড়ী, শ্রীধরপুর, বালালী বাজার, বৈঠাখালী, কুটুরীকোনা, বাগজান ও বাড়ী ভাদেরা মুছার বাড়ী এলাকায় কয়েকটি পরিবারের বসত বাড়ী মগড়া নদী গর্ভে বিলিন হবার আংশকায় ভুগছে। আবহাওয়া অনুকূলে না থাকায় নতুন নতুন এলাকায় মানুষ পানি বন্দী হয়ে পড়ছে। দূর্গত এলাকায় কোন ত্রাণ সামগ্রী যাচ্ছে না।

থেমে থেমে ভারী বৃষ্টিপাত হওয়ায় দূর্গত এলাকার লোকজন চরম কষ্টে দিনাতিপাত করছে। উপজেলা নির্বাহী অফিসার মো: আবুল কালাম আজাদ জানান, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে সংশিষ্ট জনপ্রতিনিধিদেরকে ক্ষয়ক্ষতির সঠিক তালিকা প্রণয়ন ও উর্ধ্বতন কর্তৃপক্ষকে এ ব্যাপারে অবগত করা হয়েছে। অনতি বিলম্বে দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।

উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এম এ হারেছ জানান, এবার বর্ষার পানি শ্রাবণে নেমে যাওয়ায় কৃষকরা কান্দার জমি আগাম রোপন করে ফেলে। সম্প্রতি পাহাড়ি ঢল ও অতি বৃষ্টিতে নদী ও হাওড়ের পানি অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় কয়েক’শ একর রোপা-আমন জমি পানিতে তলিয়ে গেছে। কয়েক’শ পরিবার পানি বন্দী হয়ে মানবেতর জীবন যাপন করছে।

এদের পূর্নবাসনের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো: গোলাম রসুল বন্যার ক্ষয়ক্ষতির সত্যাতা স্বীকার করে বলেন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষয়-ক্ষতির তালিকা প্রণয়ন করার জন্য প্রত্যেক উপসহকারী কৃষি কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।


(এএমএ/এএস/আগস্ট ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test