E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কমলগঞ্জে ছুরিকাঘাতে সিএনজি চালক খুন, এলাকায় উত্তেজনা

২০২১ মার্চ ০৫ ২২:২৬:০৮
কমলগঞ্জে ছুরিকাঘাতে সিএনজি চালক খুন, এলাকায় উত্তেজনা

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে ছুরিকাঘাতে এক সন্তানের জনক জলিল আহমেদ (২৩) নামে সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় উপজেলার শমশেরনগরের বড়চেগ সিএনজি গ্যাস পাম্পে এ ঘটনা ঘটে। নিহত সিএনজি চালক জলিল আহমেদ উপজেলার আলীনগর বস্তির বীর মুক্তিযুদ্ধা লাল মিয়ার ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় বড়চেক সিএনজি পাম্পে গ্যাস নিতে যান কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি নেতা গোলাম কিবরিয়া শফি। প্রাইভেট কারে গ্যাস নেওয়া নিয়ে তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন সিএনজি চালক মুক্তিযুদ্বার সন্তান জলিল মিয়া। এ সময় তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। খবর পেয়ে সিএনজি চালক ও গোলাম কিবরিয়া শফির স্বজনরা ঘটনাস্থলে পৌছলে উভয়ের মধ্যে মারধরের ঘটনা ঘটে।

এ সময় গোলাম কিবরিয়া শফির স্বজনরা সিএনজি চালক জলিলকে ছুরিকাঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনার সময় জলিলকে বাঁচাতে আসা কাশেম মিয়া ও মারধরের শিকার হন। পরে রক্তাক্ত অবস্থায় জলিলকে উদ্ধার করে প্রথম কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ও পরে মৌলভীবাজারে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে রাতেই আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা.সাজেদুল কবির বলেন, অটো চালকের দেহে অসংখ্য ছুরিকাঘাত ছিল। এ ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দেয়। ঘটনার প্রতিবাদে শুক্রবার সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত কমলগঞ্জ-শমসেরনগর-শ্রীমঙ্গল প্রধান সড়কের হালিমাবাজার এলাকায় নিহত জলিলের স্বজন ও এলাকাবাসি সড়ক অবরোধ করে। এসময় সড়কের উভয় পার্শ্বে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনর্চাজ ইয়ারদৌস হাসান ও ওসি (তদন্ত) সোহেল রানার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের ২৪ ঘন্টার মধ্যে ঘাতকদের আটকের প্রতিশ্রুতি দিলে অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করে নেন।

নিহত জলিলের স্ত্রী জরিনা বেগম কান্না জরিত কন্ঠে বলেন,যারা আমার স্বামীকে মেরেছে এবং আমার সন্তানকে পিতাহারা করেছে তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই। জলিলের সংসারে রিয়াদ নামে তার ২ বছরের এক শিশু সন্তান রয়েছে।

আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল হক বাদশা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যে ঘটনাটি ঘটেছে তা খুবই দুঃখজনক। তিনি দোষিদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, ঘটনায় এখনো মামলা হয়নি। তবে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের জন্য রাতেই বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে এবং এখনো অভিযান অব্যাহত রয়েছে।

(একে/এসপি/মার্চ ০৫, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test