E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কালিগঞ্জের দুদলীতে এওয়াজ জমি বিক্রির পর দখল করতে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কা

২০২১ মার্চ ০৬ ১৮:৪৫:২৪
কালিগঞ্জের দুদলীতে এওয়াজ জমি বিক্রির পর দখল করতে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কা

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : আপোষ সূত্রে ৫০ বছর ধরে এওয়াজকৃত সম্পত্তি জোর পূর্বক দখলের চেষ্টা করা হয়েছে। শনিবার সকালে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুদলী গ্রামে এ ঘটনা ঘটে।

কালিগঞ্জ উপজেলার দুদলী গ্রামের ফরিদা খাতুন জানান, দুদলী মৌজার পৈতৃক নিজের ফারাজি অংশসহ আবেদার রহমান ও জামিলা খাতুনের মোট ২৭ শতক জমি এওয়াজ মূলে তারা চারটি পরিবার বসবাস করে আসছেন দীর্ঘ ৫০ বছর ধরে। এওয়াজ অনুযায়ি রেকর্ড না হওয়ায় আমিনউদ্দিন গাজীর দু’ ছেলে আব্দুস সোবহান ও আলা ছয় মাস আগে শেখ জিয়াদ আলী গাজীর ছেলে সাঈদুরের কাছে ১৪ শতক জমি বিক্রি করে।

ওই জমিতে থাকা তার বসতবাড়িসহ নানা ছফেদ আলীর বসত বাড়ি রয়েছে। জমি কেনার কিছুদিন পর সাঈদুর ওই জমি ঘেরা ও বেড়া দিয়ে জবরদখলের চেষ্টা করলে তার খালত ভাই হাফিজুর রহমান বাদি হয়ে গত বছরের ১৯ সেপ্টেম্বর সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করেন। বিচারক তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য কালিগঞ্জ সহকারি কমিশনারকে (ভূমি) নির্দেশ দেন।

গত বছরের পহেলা নভেম্বর বসন্তপুর ইউনিয়ন ভুমি সহকারি কর্মকর্তা খলিলুর রহমান দীর্ঘ ৫০ বছর ধরে ফরিদাসহ তিনটি পরিবার ওই জমিতে বসবাস করছে বলে প্রতিবেদন দাখিল করেন। ওই জমিতে সবেদ আলীর কবর ও একটি পুকুর রয়েছে বলে উল্লেখ করা হয়। এরপর বিষয়টি নিয়ে সাঈদুর রহমান থানায় অভিযোগ করলে এ নিয়ে ১০ বার বৈঠক হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত মানে না সাঈদুর।

একপর্যায়ে কালিগঞ্জ সার্কেলের ভারপ্রাপ্ত সহকাাির পুলিশ সুপার ইয়াছিন আলীর নির্দেশে ঘেরা অপসারন করে দেন তারা। এ ঘটনায় আরো ক্ষুব্ধ হয়ে সাঈদুরের নেতৃত্বে সবেদ আলীর কবরের পাশে একটি জিওলি গাছ শনিবার ভোরে কেটে ফেলা হয়। জোরপূর্বক আমিন দিয়ে জমি মেপে দখলের উদ্যোগ নেয় সাঈদুর। এতে বিপাকে পড়েছেন তার ৮০ বছরের বৃদ্ধা শারীরিকভাবে চলাফেরা করতে অক্ষম নানী রহিমা খাতুন।

ফরিদা খাতুন আরো বলেন, দলিল অনুযায়ি বসতবাড়িসহ জমি ছেড়ে না দেওয়ায় সাঈদুর তার তিন বিঘা ঘেরের হারি না দিয়ে দখল করে নিয়েছে। এমনকি দুদলী একতা বহুমুখী সমিতি থেকে তার নামে ৫০ হাজার টাকা ঋণ তুলে আত্মসাৎ করেছে সাঈদুর। তাছাড়া ভুল রেকর্ডের কারণে কেনা জমি ছেড়ে দিতে প্রতিনিয়ত হুমকি ধামতি দিচ্ছে সে। এ নিয়ে তারা থানায় সাধারণ ডায়েরী করেছেন।

এ ব্যাপারে সাঈদুর রহমান বলেন, তিনি জমি কিনেছেন টাকা দিয়ে। দখল অন্য কেউ করলে তাদের কিছু বলা যাবে না এটা হয় না।

জানতে চাইলে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হুসেন বলেন, বিষয়টি নিয়ে উভয়পক্ষের অভিযোগের ভিত্তিতে আগামি ১৭ মার্চ থানায় উভয়পক্ষকে ডাকা হয়েছে।

(আরকে/এসপি/মার্চ ০৬, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test