E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘আন্দোলনকে ভয় পাচ্ছে বলে আ’লীগ বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে’

২০১৪ আগস্ট ২৬ ১৫:২৯:২৯
‘আন্দোলনকে ভয় পাচ্ছে বলে আ’লীগ বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে’

চুয়াডাঙ্গা প্রতিনিধি : আওয়ামী লীগের বর্তমান অবৈধ সরকার ২০ দলীয় জোটের আন্দোলনকে ভয় পাচ্ছে বলেই একের পর এক বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে। এ সরকার বাকশাল গঠনের সব প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান উপরোক্ত কথাগুলো বলেছেন।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় ঐক্যজোটের চলমান সাংগঠনিক প্রক্রিয়াকে আরো বেগবান ও গতিশীল করার জন্য কেন্দ্রীয় নেতাদের গণসংযোগ কর্মসূচী পালন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা বিএনপি এক মতমিনিময় সভার আয়োজন করে। মঙ্গলবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা চেম্বার ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক মুহা. অহিদুল ইসলাম বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান।

প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নিতাই রায় চৌধূরী। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মশিউল আলম ও জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মাহমুদুল হাসান খান বাবু।


(জেএ/এএস/আগস্ট ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test