E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বালিয়াকান্দিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আ. লীগ আগে শ্রদ্ধা নিবেদন করায় বাক-বিতন্ডা

২০২১ মার্চ ০৭ ১৭:১১:৩৩
বালিয়াকান্দিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আ. লীগ আগে শ্রদ্ধা নিবেদন করায় বাক-বিতন্ডা

আবুল কালাম আজাদ, রাজবাড়ী : ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি (ম্যুারাল গর্ব) আওয়ামীলীগের পক্ষে আগে পুষ্পস্তবক অর্পন করাকে কেন্দ্র করে ব্যাপক বাক-বিতন্ডার ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক নেতা ও প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে দুটি গ্রুপে বিভক্তির সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার সকালে বাংলাদেশ আওয়ামীলীগ বালিয়াকান্দি শাখার উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চের কর্মসুচির অংশ হিসেবে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন ও উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুারালে শ্রদ্ধা নিবেদন করেন। আগে আওয়ামীলীগ শ্রদ্ধা নিবেদন করায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা শ্রদ্ধা নিবেদনে অস্বীকৃতি জানান।

উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাফিন জব্বার শ্রদ্ধা নিবেদনের জন্য অনুরোধ করেন। এক পর্যায়ে ইউএনও অস্বীকৃতি জানালে ইতিমধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এস,এম আবু দারদা আওয়ামীলীগের শ্রদ্ধা নিবেদন করা পুষ্পমাল্য সরিয়ে দেওয়ার পর শ্রদ্ধা নিবেদনের প্রস্তাব দেওয়ার সাথে সাথেই উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ, বহরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির তীব্র প্রতিবাদ জানিয়ে শ্রদ্ধা নিবেদন না করেই সবাই যার যার অফিস রুমে চলে যান।

পরে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল হান্নান মোল্যা, বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন, ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনিরসহ নেতাকর্মীরা উপস্থিত হন। সেখানে আওয়ামীলীগের নেতৃবৃন্দ তাদেরকে বিভিন্ন সময়ে উপজেলা প্রশাসনের কাছ থেকে অবমুল্যায়নের অভিযোগ করেন। এ বাকবিতন্ডার পর অবশেষে সকলে মিলেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন। পরে উপজেলা শহরের বিভিন্ন সড়কে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ,ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, সহকারী কমিশনার (ভুমি) এস,এম আবু দারদা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আঃ হান্নান মোল্যা, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন ফেরদৌস, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন, বালিয়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নায়েব আলী শেখ, নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুস সালামসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করেন।

এ ছাড়াও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদ, বালিয়াকান্দি থানা, অফিসার্স ক্লাব, বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন।

(একে/এসপি/মার্চ ০৭, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test