E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সোনাগাজীতে ঐতিহাসিক ৭ মার্চ পালন

২০২১ মার্চ ০৭ ১৯:০৬:৪৩
সোনাগাজীতে ঐতিহাসিক ৭ মার্চ পালন

নূরুল আমিন খোকন, ফেনী : জাতিসংঘ কর্তৃক স্বীকৃত বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য ও বাঙালী জাতির মুক্তির সনদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ।

দিবসটি উপলক্ষে সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করে উপজেলা আ’লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, সোনাগাজী পৌরসভা, উপজেলা ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ।

সকাল ১১ টায় উপজেলা মিলনায়তনে বঙ্গবন্ধুকে নিয়ে ডকুমেন্টারি প্রচার করা হয়, সকাল সাড়ে ১১টায় উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সভায় উপজেলা নির্বাহী অফিসার অজিত দেবের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ, ভাইস চেয়ারম্যান সাখাওয়াতুল হক, জোবেদা নাহার মিলি সহ প্রমুখ নেতৃবৃন্দ ।

বিকাল ৩টায় উপজেলা আ. লীগের আয়োজনে সোনাগাজীর জিরোপয়েন্টে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সভায় উপজেলা আ. লীগ সভাপতি অধ্যাপক মফিজুল হক’র সভাপতিত্বে ও রুপন শর্মার সঞ্চালনায় বক্তব্য দেন, পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন, উপজেলা আ’লীগে সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এড. নাছির উদ্দিন বাহার, পৌর আ’লীগ সভাপতি সেলিম পাটোয়ারি, সাবেক সাধারণ সম্পাদক নুরুল আবছার , মঙ্গলকান্দি ইউনিয়ন আ’লীগ সভাপতি জসিম উদ্দিন বাহার, চর ছান্দিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি সেলিম জাহাঙ্গীর, ইউপি চেয়ারম্যান ইসহাক খোকন, মোশারফ হোসেন মিলন, মোশারফ হোসেন বাদল প্রমুখ ।

এর আগে সকাল ১০টায় উপজেলা প্রতিবন্ধি সংস্থার আয়োজনে বঙ্গবন্ধু ও ৭মার্চ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সভায় প্রধান অতিথি ছিলেন , পৌর মেয়র রফিকুল ইসলাম খোকন । বিশেষ অতিথি ছিলেন, ফেনী প্রেসক্লাব সহ সভাপতি সৈয়দ মনির আহমদ, সোনাগাজী প্রেসক্লাব সভাপতি গাজী হানিফ, সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাহার উল্লাহ , মানবাধিকার সংস্থার পরিচালক আবু মুছা, উপজেলা প্রতিবন্ধি সংস্থার সভাপতি মোঃ হানিফ প্রমুখ । এছাড়াও উপজেলার ১৫টি বিদ্যালয়ে বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় ।

(এনকে/এসপি/মার্চ ০৭, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test